সিটিভি নিউজ।। জলাবদ্ধতা নিরসনে নাগরিক ভাবনা : প্রেক্ষিতকুমিল্লা শীর্ষক গোল টেবিল বৈঠক গত ২২ মার্চ কুমিল্লা নগরীর কাশ্মিরী রেস্তোরা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের আয়োজন করে মাল্টিপার্টী এ্যাডভোকেসি ফোরাম( এমএএফ), কুমিল্লা। সহযোগিতায় ছিলো : ডেমোক্রেসিইন্টারন্যাশনাল।
মাল্টি পার্টী এ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু এর সভাপতিত্বে ও মাল্টিপার্টী এ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক মোছা কহিনুর বেগম (সাধারণ সম্পাদক , মহিলা আওয়ামী লীগ-কুমিল্লা দক্ষিণ জেলা) এর সঞ্চালনায় এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে জলাবদ্ধতা নিরসনে নাগরিক ভাবনা : প্রেক্ষিতকুমিল্লা বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
যারা বক্তব্য প্রদান করেণ:
জনাব আবুল কাশেম হৃদয় – সম্পাদক, কুমিল্লার কাগজ
জলাবদ্ধতা নিরসেন প্রয়োজন সাহসী ও জনবান্ধব নেতৃত্ব। বরাদ্দ এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে । জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ।
সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান মিঠু, জনাব মোঃ নুর রহমান মাহমুদ তানিম, জনাব মোঃ কবিরুল ইসলাম সিকদার।
জনাব আনিসুর রহমান মিঠু – আইন ও পরিকল্পনা করে নগরের জলাবদ্ধতা দূর করতে উদ্যোগ গ্রহণ করার উদ্যোগ গ্রহন করা হবে । অতীতের ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহন করে মানুষের কল্যানে কাজ করে যাব । কুমিল্লার গোমতী নদীকে ক্যানেল সংযোগ করে লাকসাম পর্যন্ত বিস্তারের উদ্যোগ গ্রহণ করা হবে । অবৈধ দখলকৃত জায়দা উদ্ধারের আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে ।
জনাব মোঃ নুর রহমান মাহমুদ তানিম- দীর্ঘদিনের অচলায়ন ভাঙ্গার যে প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। এটি কুমিল্লার প্রেক্ষাপটে আজকের এই প্লাটফরম একটি দৃষ্টান্ত, এই প্লাটফরম একটি সামাজিক শক্তি ।জলাবদ্ধা একটি টেকনিক্যাল সমস্যা যাকে সমাধানের জন্য একটি দায়িত্বশীল উদ্যোগ গ্রহন করা প্রয়োজন।পরিকল্পিত পরিকল্পনা গ্রহন করতে হবে । বিশেষজ্ঞ পরামর্শ গ্রহন করে সংস্কার কার্যক্রম গ্রহন করা হবে।
জনাব মোঃ কবিরুল ইসলাম সিকদার–
নগরের জলাবদ্ধতা নিরসনে জনগনকে সঠিক ও সাহসী নেতৃত্ব খুজতে সাহসী ও সততার পরিচয় দিতে হবে । অপরিকল্পিত নগরায়ন মূলত জলাব্ধতার মূল কারণ , অপরিকল্পিতভাবে নিউমার্কট করা হয়েছে। যার কারনে নগর আজ হুমকিতে । এই অপরিকল্পিত নিউমার্কট অপসারণে সাহসী নেতৃত্বের বিকল্প নেই।অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে আমি সততার সাথে কাজ করতে আগ্রহী ।
জনাব ডঃ সফিকুল ইসলাম –প্রধান নির্বাহী কর্মকর্তা,কুমিল্লা সিটি করর্পরেশন ।
নগরের সমস্যা সমাধের আমি নাগরিকের ভাবনার সাথে একমত । বিভিন্ন অভিজ্ঞতাকে সমন্বয়ের জন্য নিরলসভাবে কাজ চলমান । সকল দায় যদিও সিটি করপোরেশনের, কিন্তু নাগরিদেরও রয়েছে নিজস্ব দায়িত্ব। সকল ষ্টেক হোল্ডারদেরকেও সঠিক পরামর্শ ও সহযোগিতা করা প্রয়োজন। অনেক প্রকল্প গ্রহন করা হবে, যাতে আজকের নাগরিক ভাবনার প্রতিফল করা হবে।
জনাব জমির উদ্দিন জম্পি-প্যানেল মেয়র,কুমিল্লা সিটি করপোরেশন:
বিভিন্ন কারণে আজ নগরের পুকুর ভড়াট হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন ছাড়া কোন পুকুর ভড়াট হচ্ছে না। নগরের জলাবদ্ধতার ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা একটি পরিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা না থাকা । নগরের জনগনকেও দায়িত্বশীল হতে হবে তাদেরও দায়ত্ব রয়েছে , বজ্য যেখানে সেখানে না ফেলা, এতে পানির প্রবাহ আটকে যাবে না । টমছম ব্রীজকে প্রসস্থ করনের কাজ চলমান । সিটিতে ২০৯ কিঃমিঃ ড্রেন পাকা ও সংস্কার করা হবে । সিটির পানির শেষ প্রবাহ ইউনিয়ন পরিষদ এর মধ্য দিয়ে যায়। ফলে একটি সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। ওয়ার্ড কমিশনারের অফিসগুলোর সামর্থ্য বাড়োতে হবে । তাতে নাগরিক সেবা প্রদান করা ভালো হবে ।
গোমতি নদীকে সংস্কার করার পরিকল্পনা রয়েছে, যেখানে ৩ টি ব্রীজ ও কার্লভার্ট তৈরী সহ নান্দনিক করা হবে । যাতে মানুষের বিনোদনের একটি স্থান হয়।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেনে জনাব আবুল বাশার, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন-জনাব সারওয়ার জাহান দোলন-দপ্তর সম্পাদক, বিএনপি, জনাব নাসরিন আক্তার মুন্নি, মহিলা বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ, জনাব জোসনা আক্তার –সভাপতি জাতীয় মহিলা পার্টী, জনাব রুপালী বেগম, সাধারণ সম্পাদক মহিলা দল- বিএনপি, জনাব জেনাকী মুনসি, জাতীয় জাতীয় পার্টী, জনাব মনোয়ারা বেগম সাকি, যুগ্ম-আহবায়ক , যুব মহিলা লীগ, জনাব কামরুনাহার দিপু, সাংগঠনিক সম্পাদক, মহিলা দল- বিএনপি, জনাব সৈয়দ রাজিব, আওয়ামী লীগ, মোঃ রুবেল হোসেন, ছাত্রলীগ, মোঃ সাইফ বাবু প্রতিষ্ঠাতা, রংতুলি ফাউন্ডেশন, মোঃ মাসুদুর রহমান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, প্রমুখ ।
সংবাদ প্রকাশঃ ২২-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=