কুমিল্লায় করোনা আক্রান্ত ৬৩, সর্বোচ্চ লাকসামে

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি জানান=  ==  গতকাল ১২ জুলাই কুমিল্লা জেলায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৪ জনে। আজকের রিপোর্টে কুমিল্লা সদরে একজনকে মৃত দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২২ জন হলো। আজকের রিপোর্টে ৫৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থরা হলেন সিটি কর্পোরেশনের ৩৬ জন, আর্দশ সদরে ৮ জন, সদর দক্ষিণে ৫ জন, বরুড়ায় ২ জন, তিতাসে ২ জন ও মেঘনায় একজন। আজ আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২ জন, বরুড়ায় ২ জন, লাকসামে ১৪ জন, চৌদ্দগ্রামে ১২ জন, আদর্শ সদরে ৪ জন, সদর দক্ষিণে ৩ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ৫ জন, তিতাসে ৫ জন, দাউদকান্দিতে ২ জন ও বুড়িচংয়ে ১ জন। গতকাল১২ জুলাই বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৬৫ জন, মুরাদনগর ২৬৯ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১৮১ জন, লাকসামে ৩০২ জন, চান্দিনায় ২২১ জন, তিতাসে ১২২ জন, দাউদকান্দিতে ১৫৯ জন, বরুড়ায় ১৭১ জন, বুড়িচংয়ে ১৯৭ জন, মনোহরগঞ্জে ১৩১ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৮ জন, নাঙ্গলকোটে ২৫১ জন, হোমনায় ৭৯ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৪১ জন, লালমাইয়ে ৮১ জন, চৌদ্দগ্রামে ৪১২ জন, আদর্শ সদরে ১৬৫ জন, মেঘনায় ৪২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ৭৯৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৪৫৩ জনের। এর মধ্যে ৪ হাজার ৪৭৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১২২ জন এবং সুস্থ হয়েছে মোট ২ হাজার ৪২৭ জন।সংবাদ প্রকাশঃ  ১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email