সিটিভি নিউজ।। কুমিল্লার মুরাদনগরে দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহান বিএসসির বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার কাজিয়াতল এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, কাজিয়াতল গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান শরিফুল আলম ডালিম দীর্ঘদিন যাবৎ এলাকায় নিরীহ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিল। হত্যা,চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগে ডালিমের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে গত শনিবার এলাকার কতিপয় যুবক তাকে মারধর করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহজাহানের কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আসামি করে মামলা দায়ের করা হয়। যার ফলে পুলিশ চেয়ারম্যান শাহজাহানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জামিন দেয়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার এ নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এসময় অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারনম্যান আব্দুল কাদের মোক্তার, আবুল হোসেন মাস্টার , মোস্তফা কামাল, ইউনুছ মুন্সি, আবু তাহের কণ্ট্রাকটর, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, উপজেলা সচ্ছোসেবকলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল, নাজিম উদ্দিন মেম্বার, কাজিয়াতল মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।= প্রেস বিজ্ঞপ্তি। সংবাদ প্রকাশঃ ০৯–৭–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=
কুমিল্লার মুরাদনগরে ইউপি চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন