একটু সচেতন হলেই মরণব্যাধি ব্রেস্ট ক্যান্সার এড়ানো যায়

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  লাইফ স্টাইল।।   সচেতন হোন সুস্থ থাকুন। এক গবেষণায় দেখা যায় শতকরা ৮ শতাংশ মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। একটু সচেতন হলেই  এড়ানো যায় এই মরণব্যাধি। তাই ৩০ উর্ধ বয়সী মহিলাদের প্রতিবছর একবার ব্রেস্ট স্ত্রিনিং    করানো প্রয়োজন। অক্টোবরমাস  স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে  কুমিল্লা ট্রমা সেন্টারে  ডিজিটাল মেমোগ্রাফিতে 30% ছাড় দেয়া হচ্ছে।  ট্রমা সেন্টারে র   বৈশিষ্ট্য ঃঃ  মহিলাদের স্তন ক্যান্সার নির্ণয়ে রয়েছে নেদারল্যান্ডের তৈরি ডিজিটাল ম্যামোগ্রাফি মেশিন ।
দক্ষ মহিলা টেকনোলজিস্ট, উন্নত প্রযুক্তি।   অভিজ্ঞ মহিলা কনসালটেন্টের সমন্বয় প্রতিদিন ডিজিটাল ম্যামোগ্রাফি করা হচ্ছে।
আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে  রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল।
নিয়মিত কাউন্সিলিং এবং চেকআপের ব্যবস্থা।
স্তন ক্যান্সারের  মেডিক্যাল সার্জিক্যাল চিকিৎসা।
সচেতন থাকুন, সেবা নিন, সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন ।===
কুমিল্লা ট্রমা সেন্টার স্পেশালাইজড অর্থোপেডিক এবং জেনারেল হাসপাতাল।  নজরুল এভিনিউ রানির বাজার রোড কান্দিরপাড় কুমিল্লা ।

সংবাদ প্রকাশঃ  ০৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email