এই ৫ লক্ষণই বলে দেয় দারিদ্র কড়া নাড়ছে, চাণক্যের সমাধান কী?

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   আচার্য চাণক্য (Acharya Chanakya) অনেক ক্ষেত্রে দর্শন ও কূটনীতি ব্যবহার করতে জানতেন। চাণক্য, যাকে মহান বুদ্ধিজীবীদের মধ্যে গণ্য করা হয়, তিনিও নীতিশাস্ত্রে বলেছেন যে ঘরে দারিদ্র্য আসার আগে লক্ষণ রয়েছে। আগামী দিনে বাড়ির অর্থনৈতিক অবস্থা (Economic Crisis) কেমন হতে পারে তা এই লক্ষণগুলিই বলে দিতে পারে। আচার্য চাণক্য বলেছেন যে অর্থনৈতিক অবস্থার জন্য পরিবারে কলহ শুভ বলে মনে করা হয় না। কথিত আছে যে বাড়িতে যখন এমনটা হয় তখন ধীরে ধীরে দারিদ্র্য বাড়তে থাকে। চাণক্য বলেছেন যে ঘরোয়া কলহ সবসময় এড়ানো উচিত।যদি আপনার বাড়িতে ঘন ঘন ঝগড়া হয়, লোকেরা ক্রুদ্ধ হতে থাকে, তবে আপনার বাড়ির পরিবেশ মধুর করার চেষ্টা করা উচিত। এমন বাড়িতে সব সময়ই টাকার অভাব থাকে। আচরণবিধি অনুযায়ী, যে বাড়িতে বড়দের সম্মান করা হয়, লক্ষ্মী সেখানে বাস করেন। চাণক্য বলেন, যারা বাড়ির বড়দের সম্মান করেন না, তাঁদের অর্থনৈতিক অবস্থার কোনও উন্নতি হয় না। তাই বড়দের সবসময় সম্মান করা উচিত। যে বাড়িতে বড়দের অপমান করা হয় সেখানে লক্ষ্মী কখনও বাস করতে পারেন না। বড়দের অপমান করলে আপনার ঘরের শান্তি নষ্ট হবে।

তুলসী গাছকে সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। হঠাৎ করে ঘরে তুলসী শুকিয়ে যাওয়া বা তার উপর সাদা রোগ হওয়া আর্থিক সংকটের লক্ষণ। সেজন্য কোথায় ভুল হচ্ছে সেদিকে নজর দিতে হবে। সময়মত আপনার ভুল শুধরে নিন।

কোনও কারণ ছাড়াই ঘন ঘন কাচ ভাঙাও আর্থিক সংকটের লক্ষণ হতে পারে। চাণক্য বলেন, কাঁচ ভাঙা অশুভ। নীতিশাস্ত্র অনুসারে, কাঁচ ভাঙা অর্থনৈতিক অবস্থার জন্য অশুভ হতে পারে। বলা হয়, যেসব বাড়িতে কাঁচ ভাঙা থাকে সেখানে অর্থনৈতিক সংকটের সম্ভাবনা থাকে। চাণক্য বলেছেন তাই মানুষের খুব সাবধানে কাঁচ ব্যবহার করা উচিত। ঘরের ভিতরে কখনই ভাঙা বা ফাটা কাঁচ রাখবেন না। অবিলম্বে এটি ফেলে দিন। ভাঙা জিনিসও সঙ্গে সঙ্গে ঘর থেকে ফেলে দিতে হবে।

যে বাড়িতে পুজো হয় না, সেখানে নেতিবাচকতা বিরাজ করে। ঈশ্বর এমন জায়গায় থাকেন না। এমন জায়গায় সবসময়ই দারিদ্র্য থাকে। চাণক্য বলেছেন যে যে বাড়িতে প্রতিদিন পুজো করা হয় সেখানে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। বলা হয়ে থাকে যে যারা হঠাৎ করে পুজো করা থেকে সরে আসেন তাঁদের বাড়িতে আর্থিক সংকটের সম্ভাবনা বেশি থাকে।

সংবাদ প্রকাশঃ ২৫০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email