সিটিভি নিউজ।। অনলাইন ডেক্স:====
থার্ড জেন্ডারের গল্প নিয়ে নির্মিত নাটক আনারকলি প্রচারিত হবে ঈদের আগের দিন রাত দশটায় একুশে টিভিতে। নাটকটি লিখেছেন কণা তেরেসা পালমা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা আলম আনোয়ার। আলম আনোয়ার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র ছিলেন। তিনি ভিক্টোরিয়া কলেজ থিয়েটার প্রতিষ্ঠা করেন। ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সভাপতি।
নাটকটির শুটিং হয় গত বছরে। সে বছর ইংল্যান্ডের “পিনউড স্টুডিও”তে আয়োজিত দুটি বড় ফিল্ম ফেস্টিভাল “লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক সেশন” এবং “লিফট অব ফার্স্ট টাইম ফিল্ম মেকার সেশন” এ অংশ নেয়। সারা বিশ্বের নির্মাতারা মুখিয়ে থাকে এই আন্তর্জাতিক উৎসবের দিকে। ২৮টি দেশের ৩০০টি গল্প জমা পড়ে। অনেক যাচাই-বাছাই করে ৩৭টি কাহিনীচিত্রকে ফাইনালে নেওয়া হয়। তারমধ্যে আনারকলি স্বমহিমায় ঠাঁই পায় সেই আন্তর্জাতিক উৎসবে।
গল্পের নাম ভূমিকায় অভিনয় করেছেন ক্লিনটন রোজারিও। আরো অভিনয় করেছেন- ইমতু রাতিশ, শিরিন আলম, অনুভব মাহবুব, টুটুল রুদ্র, ওমর রাজ, শারমিন নিপা, ইবু প্রমুখ।
উল্লেখ্য, ক্লিনটন রোজারিও দীপ্ত টিভিতে কন্ঠ অভিনেতা হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ব্যস্ত আছেন নাচ, মডেলিং সহ বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনের শুটিং নিয়ে। তিনি আরো জানান, দর্শকের কাছে গল্পটি ভালো লাগলে আনারকলির পার্ট টু আসতে পারে।
সংবাদ প্রকাশঃ ২৭–০৬–২০২৩ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=