সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শিল্পী আক্তার (২৬) নামের এক গার্মেন্ট শ্রমিককে পিটিয়েও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি ভুইয়া পাড়া থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত শিল্পী সোনারগাঁও উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া গ্রামের আঃ লতিফের ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শিল্পীর শ্বশুর বাড়ির আড়াইহাজার উপজেলার সত্যবান্দি গ্রামে। তার দুটি সন্তান রয়েছে। স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ নেই। এরই মাঝে স্বামী সুমনও মারা যায়। সেই কারনে স্থানীয় একটি গার্মেন্টে কাজ করতো এবং বাপের বাড়ি থাকতো। ঘটনার দিন সোমবার দুপুরে সে গার্মেন্ট থেকে সত্যবান্দি আসেন। সারা দিন ওই এলাকায় ঘুরাফেরা করেন। একপর্যায়ে সন্ধ্যার পর তার লাশ সত্যবান্দি গ্রামে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি আরো জানান, হত্যার ঘটনাটি রহস্য ঘেরা। কেবা কারা হত্যাকান্ড ঘটিয়েছে। তা উদ্ধারের চেষ্টা চলছে।
সংবাদ প্রকাশঃ ১৪–৭–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=