সিটিভি নিউজ।। জাতীয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা শান্তি পুরস্কার পেয়েছেন। আমাদের কাছে একটা প্রস্তাব এসেছে— জাতির পিতা শান্তি পুরস্কার দেওয়ার। সেই প্রস্তাবটিতে আমরা গুরুত্ব দিয়েছি। শুধু তাই নয়, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে শান্তি পদক প্রবর্তন করার ব্যবস্থা করছি।
রোববার দুপুরে বিআইসিসিতে বঙ্গবন্ধুর জুলিও কুরির পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আর অশান্তি, সংঘাত চাই না। আমরা সবার উন্নতি চাই। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। সারাবিশ্বে যারা শান্তির জন্য কাজ করবে, তারা এ পুরস্কারের জন্য মনোনীত হবেন।
সংবাদ প্রকাশঃ ২৮-০৫-২০২৩ খ্রিষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে= লিংকে ক্লিক করুন=