সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।=========
আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়া বুড়িচং উপজেলা নব গঠিত কমিটির অভিষেক ও আসন্ন ১০ই মহরম কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৬ আগষ্ট ২০২২) শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা মঈনিয়া নজরুলিয়া দরবার শরীফে উক্ত অভিষেক অনুষ্ঠানে কমিটির সভাপতি তারেক মাহমুদ আল মাইজভান্ডারী এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা পীরজাদা শেখসাদী আব্দুল্লাহ সাদকপুরী আল মাইজভান্ডারী।
আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়া বুড়িচং উপজেলা নব গঠিত কমিটির ব্যবস্থাপনায় ও কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আবু সাঈম আনসারী এবং মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খলিফা খলিফা শাহ মো হারুন আল মাইজভান্ডারি, খলিফা শাহ মো আবদু আল মাইজভান্ডারি, খলিফা শাহ মো আবদুল কাদের আল মাইজভান্ডারি, খলিফা শাহ মো. ইকবাল কবির আল মাইজভান্ডারি, খলিফা শাহ মো. আবুল কালাম আজাদ আল মাইজভান্ডারি, খলিফা শাহ মোঃ গোলাম জিলানী আল মাইজভান্ডারি,দপ্তর সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা।এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফেরদৌ, মোঃ রহমাত আলী,ডা. মো: আলেক, মো: হানিফ,মঈনিয়া যুব ফোরামের বুড়িচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান,বুড়িচং বাজার কমিটির সদস্য কাজী মোঃ হুমায়ুন কবির,ডাক্তান খাজা,মাওলানা মো: হিযবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা উক্ত কমিটির উন্নয়নমূলক আলোচনা ও আসন্ন ১০ই মহরম বিভিন্ন কর্মসূচী বিষয়ে আলোচনা করেন।সংবাদ প্রকাশঃ ০৬-০৮-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=