সিটিভি নিউজ।। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি র আয়োজনে গত ১৫ ই জুলাই ২০২১ খ্রি: অনলাইন জুম সহয়তায় দিনব্যাপী কুমিল্লা জেলার অভিবাসী কর্মীদের “কেস রেফারের বিভিন্ন কৌশল” বিষয়ক জেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্প এর উক্ত কর্মশালায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন যথাক্রমে জনাব ফারহানা লোকমান সিনিয়র এসিস্টেন্ট জজ, ডিলাক, কুমিল্লা এবং জনাব দেবব্রত ঘোষ এসিস্টেন্ট ডিরেক্টর জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস কুমিল্লা। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলীর সভাপতিত্বে ও ডিরেক্টর নফিজ ইমতিয়াজ হাসানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় প্রথমে জনাব, রাফাতুর রহমান রুবা, প্রকল্প ব্যাবস্থাপক, সিমস্, BNWLA থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান উপস্থাপন করেন। কর্মশালায় প্রকল্প কাজে সহায়তার জন্য গুরত্বপূর্ন মতামত আলোচনায় অংশগ্রহন করেন হেলভেটাস বাংলাদেশ এর প্রতিনিধি, সিমস্ প্রকল্প ও সমমনা জিও এনজিও প্রতিনিধি এবং সংবাদকর্মী বৃন্দ। উন্মুক্ত আলোচনায় অভিবাসন প্রক্রিয়ায় আইন সহায়তা দানের বিভিন্ন কৌশল ও সমস্যা সমাধানের বিষয়ে যে সকল মতামত ও পরামর্শ পাওয়া যায় তা প্রকল্প কাজের উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান অতিথি জনাব ফারহানা লোকমান। বিশেষ অতিথি তার পক্ষ থেকে সকল সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন। সমাপনীতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সেক্রেটারী জনাব জোবায়দা রহমান সভার সারমর্ম উপস্থাপন করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। সংবাদ প্রকাশঃ ১৬–৭–২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=
অভিবাসী কর্মীদের “কেস রেফারের বিভিন্ন কৌশল” বিষয়ক জেলা পর্যায়ে কর্মশালা
সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন