আতঙ্কিত অভিভাবকরা কুমিল্লার বুড়িচংয়ে মাদকসেবী ও বিক্রেতা বাড়ছে

সিটিভি নিউজ।।  দেলোয়ার হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান =====
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ,মোকাম,ভারেল্লা উত্তর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের সাথে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। এতে দিন দিন এসব এলাকায় স্কুল,কলেজ পড়–য়াসহ বিভিন্ন শ্রেনী পেশার কিশোর,তরুন মাদকাসক্তের সংখ্যা আসংখ্যাজনকভাবে বাড়ছে। এঅবস্থায় সাধারন মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা মাদক ব্যবসায়ীসহ মাদকসেবীদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতেও সাহস পাচ্ছেনা।
কুমিল্লার বুড়িচং উপজেলার বিরাট একটা অংশ গোমতী নদী দ্বারা বিভক্ত। বুৃড়িচং উপজেলা সদর থেকে বেশ কিছুটা দুরের এই উপজেলার মোকাম,ময়নামতি,ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের অবস্থান। ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়ক বেষ্টিত এই ৪ টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। উল্লেখিত ইউনিয়নগুলোর একাধিক সড়ক পথে মহাসড়কে যোগাযোগের উন্নত ব্যবস্থার পাশাপাশি অনেকটা নিরাপদ হওয়ায় বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা যেমন ঝামেলা ছাড়া পালাতে পারে,তেমনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছেও অনেকটা নিরাপদ হওয়ায় দিন দিন এই এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে এইসব এলাকার অভিভাবকসহ সচেতন মানুষ। স্থানীয় বিভিন্ন সুত্র হতে সরেজমিন ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, উপজেলা সদর থেকে দুরের মোকাম ইউনিয়নের পাশজুড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই ইউনিয়নের মহাসড়কের পাশে থাকা শাহদাৎ জুট মিলস্ সংলগ্ন এলাকা,কোরপাই,কাবিলা, ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার , সাহেবেরবাজার, রানীর বাংলো রোড, বিনন্দিয়ারচর , শাহদৌলতপুর, রামপাল, ফরিজপুর, হরিনধরা পশ্চিমপাড়া , কাটাজাংগাল, বাজেহুরা , বাজেবাহেরচর, বাগিলারা , নানুয়ারবাজার খেয়াঘাট, মইনপুর, ভারেল্লার কংশনগরসহ আরো বেশ কিছু গ্রামের একাধিক স্থানে বিক্রি হচ্ছে গাঁজা , ইয়াবা। প্রতিদিন উল্লেখিত স্থানগুলোতে বিভিন্ন এলাকা থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের শ্রেনী-পেশার মাদকসেবীরা ভীড় করে। এছাড়াও মোবাইল ফোনেও এসব স্থানে মাদকসেবীদের সাথে মাদক কারবারীদের যোগাযোগের ফলে তাদের চাহিদা মোতাবেক মাদক পৌঁছে দেওয়া হয় মাদকসেবীদের কাছে নির্দিষ্ট বাসা-বাড়ি বা নির্ধারিত স্থানে। ফলে দিনদিন এসব এলাকায় মাদকসেবীদের সংখ্যাও বাড়ছে দ্রুত। এঅবস্থায় অভিভাবকরাও শঙ্কিত হয়ে পড়েছে তাদের স্কুল-কলেজ পড়–য়া সন্তানদের ভবিষ্যত নিরাপত্তা নিয়ে। শাহদাৎ জুট মিলস্, ফরিজপুর,,হরিনধরা এলাকার একাধিক লোক নাম পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে মাদকসেবীদের আনাগোনা শুরু হয়। তবে বিকেলের পর থেকে মাদকসেবীদের সংখ্যা বেশী বাড়ে। সন্ধ্যায়,রাতে খোলা আকাশের নিচে চলে মাদক সেবন। তারা আরো জানান, এই ব্যবসাটি অধিক লাভজনক হওযায় অনেকেই ঝুঁকছে মাদক বিক্রির পেশায়। ফলে অনেকেই মাদক বিক্রি করে অল্প সমযের মধ্যে বাড়িসহ মোটরসাইকেলের মালিক বনে গেছে। এব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  সংবাদ প্রকাশঃ  ০৪-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ