নওগাঁয় বন্যায় ৩৮ হাজার কৃষকের ক্ষয়ক্ষতি।। ২১ কোটি টাকার মৎস্যের ক্ষতি

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।       মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :-নওগাঁয় বন্যায় ১১টি উপজেলায় ৫ হাজার ৭শ ৮২ হেক্টর জমির রোপা আমন ধান এবং ১০৪ হেক্টর জমির শাকসব্জি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। এছাড়া বন্যায় ২১ কোটি টাকার মৎস্যের ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকের বিনষ্ট হয়ে যাওয়া ধান এবং শাকসবজির আর্থিক মূল্য ৭১ কোটি ৫ লাখ ৬৮ হাজার টাকা । এর মধ্যে ধানের আর্থিক মূল্য ৬৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা এবং সবজির আর্থিক মূল্য ৭ কোটি ৫৬ লাখ টাকা। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকের মোট সংখ্যা ৩৭ হাজার ৬শ ১১ জন। এদের মধ্যে রোপা আমন ধানের ক্ষতিগ্রস্ত কৃষক ৩৪ হাজার ৪শ ৯৯ জন এবং শাকসব্জির ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩ হাজার ১শ ১২ জন। নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামসুল হুদা জানিয়েছেন দ্বিতীয় পর্যায়ের বন্যার ফলে জেলার উপজেলাভিত্তিক বিনষ্ট হয়ে যাওয়া রোপা আমন ধানের জমির পরিমাণ হচ্ছে মান্দা উপজেলায় ১ হাজার ৪শ ৪০ হেক্টর, আত্রাই উপজেলায় ২ হাজার ১শ ৮০ হেক্টর, রানীনগর উপজেলায় ৭শ ৫৪ হেক্টর, নওগাঁ সদর উপজেলায় ৭শ ৩২ হেক্টর, বদলগাছি উপজেলায় ৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১শ ২৩ হেক্টর, পতœীতলা উপজেলায় ১০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩শ হেক্টর, পোরশা উপজেলায় ৮৩ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৩০ হেক্টর। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী বিনষ্ট হয়ে যাওয়া জমি থেকে ১৭ হাজার ৬শ ৩৮ মেট্রিক টন চাল উৎপাদিত হতো। এই চালের আর্থিক মূল্য ৬৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। অপরদিকে জেলার রানীনগর উপজেলায় ৪ হেক্টর, বদলগাছি উপজেলায় ২৫ হেক্টর, পতœীতলা উপজেলায় ৩০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৬ হেক্টর এবং মান্দা উপজেলায় ৩০ হেক্টর জমির শাকসবজি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়া শাক সবজির বাজার মুল্য ৭ কোটি ৫৬ লাখ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামসুল হুদা জানিয়েছেন, জেলার বিভিন্নভাবে ফসলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারিভাবে তাদের বিশেষ প্রনোদনা দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ছাড়াও বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প ফসল উৎপাদনে উৎসাহিত করা হবে। এছাড়া বন্যায় চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিয় কয়েক কোটি টাকা লোকমান গুনতে মৎস্য চাষীদের। নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, জেলায় ৩৭২টি পুকুর প্লাবিত হয়েছে। যার আয়তন প্রায় ৩০০ হেক্টরের মতো। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ২১ কোটি টাকা।

সংবাদ প্রকাশঃ  ২৩১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email