নওগাঁয় জামাতের আমিরের বসতবাড়িতে হামলা চালিয়ে জমি জবর দখল গ্রেফতার-২

সিটিভি নিউজ।।   মো.আককাস আলী, নওগাঁ   নওগাঁ জেলা প্রতিনিধি :নওগাঁর মহাদেবপুরে জামাতের আমিরের বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করে বাড়ি জবর দখল করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ দুই জনকে আটক করেছে। এব্যাপারে উপজেলা সদরের থানা ভবনের পূর্বদেয়াল সংলগ্ন মৃত হোমিও ডা. নূর মোহাম্মদের ছেলে তৌহিদুজ্জামান ২০/২৫জনকে আসামী করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাযায়, তৌহিদুজ্জামানের পিতার কেনা ১৮ শতক জমির উপর বাড়ি নির্মাণ করে ৬০ বছরের বেশী সময় ধরে বসবাস করে আসছেন। গত রোববার সকালে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী গ্রামের মৃত রহিম উদ্দিন বক্সের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু ও তার ভগ্নিপতি শওকত হোসেন লাকির নেতৃত্বে একদল লাঠিয়াল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে লোকজনদের মারপিট করে মারাত্মক আহত করে। তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়, আসবাবপত্র তছনছ করে ও দল বেঁধে বাািড়র একাংশ দখল করে টিন দিয়ে বেড়া দেয়। তাদের হামলায় তৌহিদ, তার ছোট ভাই জামাতের আমির শহীদুল ইসলাম ফারুক ও তার স্ত্রী সুরাইয়া বেগম মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সেখান থেকে আনোয়ার হোসেন মঞ্জুর ছেলে আবু সাঈদ জীবন (৩০) ও নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের আবুল কালামের ছেলে বায়েজিদ হোসেনসহ (৩০) দুই জনকে আটক করে।
এামলার প্রাপ্তি স¦ীকার করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, ঘটনার খবর পাবার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করেছে। সোমবার দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়। এব্যাপারে শওকত হোসেন লাকির সাথে কথা হলে তিনি জানান,তাদের জমিতে তারা টেনের বেড়া দিয়ে প্রাচীর নির্মাণ করেছেন। জামাতের আমির শহীদুল ইসলাম ফারুকের আহত স্ত্রী সুরাইয়া বেগম জানান, জবরদখলকারীরা তাদেরকে সবসময় বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তাদের ড্রেন বন্ধ করে দেয়ায় পানি বের হতে পারছেনা। তারা এখন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছেন।# সংবাদ প্রকাশঃ  ২০১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ