মুরাদনগরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    ফয়েজুল ইসলাম ফয়সাল, মুরাদনগর সংবাদদাতা জানান ===
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা রোববার দুপুরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায়, পূজারীদের পক্ষে অধ্যাপক সুনীল কুমার রায়।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খাঁন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম প্রসাদ মেম্বার প্রমুখ।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায় বলেন, এবার মুরাদনগর উপজেলায় ১৩৫টি মন্ডপে পূজা উদ্যাপিত হবে। প্রতি মন্ডপের জন্য সরকার থেকে এবার ৫শ’ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। আশা করছি প্রতি বছরের ন্যায় এবারো সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে প্রতি মন্ডপে পূজাকার্য সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, যেহেতু এবার বৈশ্বিক মহামারি করোনা কাল, সেহেতু সরকারের দেয়া স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় শৃঙ্খলা অনুসরণ করে পূজাকার্য সম্পন্ন করবেন। আমরা লক্ষ্য করেছি অন্যান্য বছর পিকাপ ভ্যানে করে সাউন্ডবক্স নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে রাস্তা ঘাটের যানজট সৃষ্টি করেছেন। এ বছর এমনটা করলে তাকে আইনের আওতায় আনা হবে।সংবাদ প্রকাশঃ  ১৮১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email