ব্রাহ্মণপাড়ায় আট ইউনিয়নে একযুগে বিট পুলিশিং সমাবেস অনুষ্ঠিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     আনোয়ারুল ইসলাম  সংবাদদাতা জানান ===
“নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় গতকাল ১৭ অক্টোবর শনিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৮টি বিট পুলিশিং কেন্দ্রে একযুগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের ৬৯৯১টি বিট পুলিশিং কেন্দ্রের আওতায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার আট ইউনিয়নে সকাল ১০ টায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী এ বিট পুলিশিং সমাবেশ একযুগে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই দেশের মাটিতে জঙ্গিদের মাথাঝাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াসহ আইনের সেবা আরও দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ। সমাজ থেকে সব শ্রেণি-পেশার জনগণের সমন্বয়েই মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক বন্ধ করাসহ নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং যেকোনো ত্রুটি-বিচ্যুতি রোধ করা সম্ভব।
মাধবপুর ইউনিয়ন বিট পুলিশিং কেন্দ্রেরের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। সভাপতিত্ব করেন মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য প্রধান করেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এস মোজ্জামেল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারেক সরকার। পরিচালনা করেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন আখন্দ।
এছাড়াও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন থানা অফিসার ইনার্চাজ জাকির হোসেন। সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন। শিদলাই ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এস আই শহীদার রহমান। সভাপতিত্ব করেন শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ। চান্দলা ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এস আই মামুনোর রশিদ। সভাপতিত্ব করেন চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন। শশীদল ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এস আই বাবুল হোসেন। সভাপতিত্ব করেন শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার। দুলালপুর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এস আই ফয়সল উদ্দিন। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া। সাহেবাবাদ ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান। মালাপাড়া ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এস আই সফিকুর রহমান। সভাপত্বি করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া। উপস্থিত ছিলেন, এস আই জীবন কৃষ্ণ মুজুমদার, এএস আই বিপুল চন্দ্র রায়, এএস আই কৃষ্ণ সরকার, এএস আই নুরুল আমিন, এএস আই মতিউর রহমান, এএস আই আজিজুর রহমান সহ সমাবেশ গুলোতে উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ১৭১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email