দৈনিক সমাজকন্ঠ পত্রিকার “প্রতিনিধি সম্মেলন-২০২০” অনুষ্ঠিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।।
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক সমাজকন্ঠ পত্রিকার “প্রতিনিধি সম্মেলন ২০২০” অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শনিবার সমাজকন্ঠ পত্রিকার প্রধান কার্যালয়ে সকাল ১১টায় শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মশালার মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলন বিকেল ৪ঘটিকায় শেষ হয়।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নাঙ্গলকোট প্রতিনিধি মো: সাইফুল ইসলাম।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন চাষীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সালাহ্উদ্দিন আহম্মদ, কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড ফাঁড়ির ইনর্চাজ আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান, ডেন্টিস্ট মো: ইসমাইল মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান কালে প্রকাশক ও সম্পাদক বলেন, পত্রিকা হচ্ছে একজন প্রতিনিধির প্রান। সৎ, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম ও মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।
পত্রিকার বার্তা সম্পাদক এস.এম.মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পত্রিকার সিনিয়র রিপোর্টার ও সদর দক্ষিণ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব কবির, সাংগঠনিক সম্পাদক এইচ এম মহিউদ্দিন, আলমগীর হোসেন চৌধুরী।
সম্পাদক মন্ডলীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সালাহ্উদ্দিন আহম্মদ বলেন, সারাদেশে করোনা কালিন সময়ে যখন প্রিন্ট মিডিয়া করুন অবস্থা বিরাজ করে ঠিক তখনো দৈনিক সমাজকন্ঠ পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখেছে। এতে করে কুমিল্লার পাঠক সমাজে পত্রিকা ব্যাপক আস্থা অর্জন করেছে। এজন্য পত্রিকার সম্পাদক সহ সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি উপস্থিত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্টাফ রিপোর্টার ডা: আবদুল আউয়াল সরকার, আবদুর রহমান, মো: আতিকুর রহমান, দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলেক হোসেন, তোফায়েল মাহমুদ ভূঁইয়া, মো: ওবায়েদ উল্লাহ অবিদ, মো: মাঈন উদ্দিন, সেলিম রেজা, রিয়াজ উদ্দিন, বরুড়া প্রতিনিধি মো: শরীফ উদ্দিন, লালমাই প্রতিনিধি মাসুদ রানা, মুরাদনগর প্রতিনিধি রাসেল মিয়া, হোমনা প্রতিনিধি কবি দেলোয়ার, তিতাস প্রতিনিধি মাসুম বিল্লাল, চান্দিনা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, সেবা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক রেহান উদ্দিন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান কালে পত্রিকার বার্তা সম্পাদক এস.এম.মনির বলেন, সমাজকন্ঠ একটি বৃহৎ পরিবার। প্রত্যেক প্রতিনিধি এ পরিবারের সদস্য। নিজের অর্পিত দায়িত্ব পালনকালে ভুলক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সকলের মতামত প্রাধান্য দিয়ে সামনের দিকে একটি বৃহৎ পরিসরে পত্রিকাটি প্রকাশনার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ প্রকাশঃ  ১৭১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email