বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বিষয়ে ভিক্টোরিয়া কলেজে ওয়েবিনার আগামীকাল

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি জানান==
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী  উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ওয়েবিনারের আয়োজন করেছে। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বিষয়ক ওয়েবিনারটি আগামী ১৮ অক্টোবর (রবিবার) দুপুর ২ টায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি  কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে  ( cumilla victoria government college cumilla)  সরাসরি প্রচার করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহারউদ্দিন বাহার।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্জ প্রফেসর ড. হারুন-অর-রশীদ।  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী,।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন  অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখবেন  উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন  শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রবন্ধ উপস্থাপক হিসেবে থাকবেন  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মোঃ  রাজু আহাম্মদ, সঞ্চালনা করবেন  ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইদা নূর খান।সংবাদ প্রকাশঃ  ১৭১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email