ভারতে একদিনে নতুন শনাক্ত ৬৬ হাজার, মৃত্যু ৮১৬

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৭৩২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭১ লাখ ২০ হাজার ৫৩৮ জন।

এই সময়ে করোনায় মারা গেছেন ৮১৬ জন। এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৭১ হাজার ৫৫৯ জন। এখনও পর্যন্ত সুস্থ ৬১ লাখ ৪৯ হাজার ৫৩৫ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

করোনাভাইরাস ভারতে ইতিমধ্যেই ১ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে। এর মধ্যে ৪০ হাজার মারা গেছে মহারাষ্ট্রে। তামিলনাড়ুতে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। কর্নাটকে ১০ হাজার ছুঁইছুঁই।উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

দিল্লি ও পশ্চিমবঙ্গে মৃত্যু সাড়ে ৫ হাজারের বেশি। গুজরাট, পাঞ্জাবে সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে প্রাণহানি।

মধ্যপ্রদেশেও মৃত্যু আড়াই হাজার ছাড়িয়েছে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যাতে মোট মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে।

দেশটির বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম।

পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬১২ জন আক্রান্ত হয়েছেন রাজ্যে। এ নিয়ে মোট আক্রান্ত ২ লাখ ৯৪ হাজারে পৌঁছল। রাজ্যে ৫ হাজার ৬২২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংবাদ প্রকাশঃ  ১২১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email