বরুড়ায় কথা কাটাকাটির জের ধরে হামলাঃ আহত ১

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।  নিজস্ব প্রতিবেদক।।
 কুমিল্লার বরুড়ায় ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে সাধারণ কথা কাটাকাটি সূত্র ধরে হামলায় খোরশেদ আলম (৪০) নামে ১জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৬ অক্টোবর রোজ মঙ্গলবার  দুপুর দুইটায় খোরশেদ আলমের বাড়ির পাশের ক্ষেতে পানি ছাড়া নিয়ে রবিউল আলম গালমন্দ করে। খোরশেদ আলম গালমন্দের কারণ জিজ্ঞাসা করলে রবিউল বলেন, উক্ত পানি ছাড়া অন্যায় হয়েছে এবং বিভিন্ন হুমকি ধমকি দিয়ে চলে যায়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় খোরশেদ বাতাইছড়ি বাজার থেকে বাড়িতে আসার সময় বিলকিস বেগমের বাড়ির সামনে আসিলে আবুল কালাম সর্দারের নেতৃত্বে রবিউল , পরান, রাহাত, মনির হোসেন পূর্ব পরিকল্পিত অন্যায় ভাবে জনতাবদ্ধে পথরোধ করে খোরশেদ আলমকে রড, লাঠিসোটা দিয়ে আক্রমণ করে। রবিউল খোরশেদকে লোহার রড দিয়ে মাথায় বারি মারলে সে  মাঠিতে পরে যায়। মাঠিতে পড়ার পর রবিউল আবার রড দিয়ে মাথায় বারি দিলে খোরশেদ ডান হাত দিয়ে প্রতিহত করলে ডান হাত হারভাঙ্গা জখম হয়। এক পর্যায়ে সকলে মিলে খোরশেদ আলমকে রড, লাঠিসোটা দিয়ে মারলে শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। রবিউল খোরশেদ আলমের পকেটে থাকা ৯২৪০ টাকা এবং মনির হোসেন লুঙ্গির খোছায় থাকা মোবাইল ফোন জোর করে নিয়ে যায়। খোরশেদ আলমের শোর চিৎকারে এলাকাবাসী এসে তার অবস্থা খারাপ দেখে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সে বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আইনের আশ্রয় নিলে খুন করার হুমকি ধমকি দিচ্ছে উক্ত সকলে। এ ব্যাপারে খোরশেদ আলমের স্ত্রী হাসিনা বেগম বলেন, সাধারণ কথা নিয়ে আমার স্বামীর উপর এমন হামলা কোনভাবেই মেনে নেওয়ার মত নয়। আমি সংশ্লিষ্ট মহলসহ সকলের কাছে স্বামীর উপর হামলার বিচার দাবি জানাচ্ছি। বরুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ নাম্বার ১৭১৭। ভবানীপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শাহজাহান বলেন, ঘটনাটি শুনার পর জানতে পারি খোরশেদ কুমেক হাসপাতালে। পরে রাত ১১টায় আমি কয়েকজন লোক নিয়ে তাকে দেখতে যাই। ঘটনাটি সত্য। যাহারাই এর সাথে জড়িত তদন্ত করে দোষীদের সুষ্ঠু  বিচার দাবি জানাচ্ছি। বরুড়া থানার এস আই চন্দন বলেন,  থানায় অভিযোগ করেছে। অভিযোগ দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ প্রকাশঃ  ১১১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email