স্যাটেলাইট টিভি বনাম আইপি টিভি

সিটিভি নিউজ।।  তথ্য ও প্রযুক্তি সংবাদ ঃঃ   স্যাটেলাইট টিভি এবং আইপি টিভির মধ্যেও বেশ কিছু পার্থক্য রয়েছে৷ স্যাটেলাইট টিভি মূলত একটি অডিও ও ভিডিও সিগন্যালকে প্রথমে রেডিও ফ্রিকোয়েন্সিতে পরিণত করে এবং উক্ত সিগন্যালকে সরাসরি নির্দিষ্ট স্যাটেলাইটে পৌঁছে দেয়৷ পরে ডিশ এন্টেনার মাধ্যমে উক্ত স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ডাউনলোড করে তা উপভোগ করা হয়৷ অন্যদিকে আইপি টিভির ক্ষেত্রে কয়েকটি ধাপ অতিক্রমের মাধ্যমে সম্পন্ন হয়৷ আগেই উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে কোনো ডাটা একটি বিশেষ প্যাকেট আকারে আদানপ্রদান হয়ে থাকে৷ কিন্তু ভিডিও সিগন্যাল যদি প্যাকেট আকারে যায় তবে তা সরাসরি উপভোগ করা সম্ভব নয়৷ অর্থাত্ প্যাকেট আকারে পাঠালে সেটি প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর তা দেখা যাবে৷ তাই স্যাটেলাইট টিভির মতো আইপি টিভিকে সরাসরি দেখার জন্য কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, যে কারণে তা দর্শকদের কাছে পৌঁছায়৷ এ প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে বেশ কয়েক সেকেন্ড সময় লাগে৷ তাই ডিশ ও আইপি টিভির ভিডিও দৃশ্য প্রদর্শনের পার্থক্য প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড৷ এনকোডারের ক্ষমতা অনুযায়ী এই সময় কম-বেশি হতে পারে৷ অর্থাত্ স্যাটেলাইটের মাধ্যমে যে দৃশ্যটি সম্প্রচারিত হবে, একই সাথে ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচারিত সেই একই দৃশ্য আইপি টিভিতে দেখা যাবে ১৫-২০ সে. পর৷
ইন্টারনেটের স্যাটেলাইট কমিউনিকেশন এবং টিভি স্টেশনের স্যাটেলাইটের কমিউনিকেশনের মধ্যেও বেশ পার্থক্য রয়েছে৷ পার্থক্যটা মূলত এর যোগাযোগ পদ্ধতির ওপর৷ যেমন, ইন্টারনেটের ক্ষেত্রে স্যাটেলাইট একটি যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে৷ এক্ষেত্রে আইপি বা ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে৷ অর্থাত্ একটি রাউটারের সাথে অন্য একটি রাউটারের বেতার সংযোগ স্থাপন করে দেয় স্যাটেলাইট৷

অন্যদিকে টিভি স্যাটেলাইটের ক্ষেত্রে ব্যাপারটি ঘটে একটু ভিন্নভাবে৷ ভিডিও উত্স থেকে আসা ভিডিও সিগন্যাল প্রথমে আর্থ স্টেশনের মাধ্যমে নির্ধারিত স্যাটেলাইটে পৌঁছায়৷ তারপর উক্ত স্যাটেলাইট থেকে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে বায়ুতে৷ এই ফ্রিকোয়েন্সি সাধারণত খুব দুর্বল থাকে, তাই একে গ্রহণ করার জন্য ব্যবহার করা হয় ডিশ এন্টেনা, রিসিভার ও মড্যুলেটর৷ স্যাটেলাইট টিভি আর টেরিস্ট্রিয়াল টিভি স্টেশনের মধ্যে যথেষ্ট মিল রয়েছে৷ স্যাটেলাইট টিভির পরিধি বিস্তর৷ অন্যদিকে টেরিস্ট্রিয়ালের পরিধি কম এবং টেরিস্ট্রিয়ালের ক্ষেত্রে খুব উচ্চ তরঙ্গ ব্যবহার হয়৷  সংবাদ প্রকাশঃ  ১৩২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ