বুড়িচংয়ে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি ও হাত উদ্ধার।। ধানের জমির আইল থেকে 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। সৌরভ  মাহমুদ হারুন    বুড়িচং   (কুমিল্লা) প্রতিনিধি ।।
মর্মান্তিক ঘটনা অজ্ঞাত ব্যক্তির মাথার খুলী ও একটি হাত ধানের জমির অাইল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০ টায় বুড়িচং থানা পুলিশ খবর পেয়ে উপজেলার ষোলনল গ্রামের ধানের জমির অাইল থেকে মাথার খুলী ও হাত উদ্ধার করে এবং পরদিন সকালে ডিএনএ পরীক্ষার জন্য মেডিকেলে প্রেরণ করে। এই খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ  সুপার তানভীর সালেহীন ইমন, জেলা পি বি অাই এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায় মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ষোলনল গ্রামের লোকজন ওই গ্রামের ধানের জমির অাইলে মাথার খুলী ও একটি হাত পড়ে থাকতে দেখে বুড়িচং থানা পুলিশকে ফোনে জানায়। খবর পেয়ে বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, ওসি তদন্ত মোঃ মাসুদ খাঁন, এস অাই বিনোদ দস্তগীর সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে মাথার খুলী ও হাত উদ্ধার করে। হাতটি উদ্ধার করে ওই গ্রামের অাব্দুল জলিল মেম্বারের জমির অাইল থেকে এবং মাথার খুলী উদ্ধার করা হয় পাশের জমি অাইল থেকে  একই গ্রামের শাহ অালমের। পুলিশ অারো জানায় অজ্ঞাত ব্যক্তির হাতের অংশে কাপড় অাটকানো পাওয়া গেছে এবং মাথার খুলীর মাংশ পঁচে গেছে। ধারনা করা হচ্ছে বিগত ২০-২৫ দিন পূর্বে হত্যা শেষে জমির অাইল এর মাথা ও হাত ফেলে চলে যায় ঘাতকরা।
নামনা প্রকাশ সূত্রে জানায় ওই গ্রামের মৃত অাব্দুস ছামাদ এর স্ত্রী এবং রাসেলের মা গত ২০ সেপ্টেম্বর নিখোঁজ হয়। এঘটনায় বুড়িচং থানায় ২৫ তারিখ একটি সাধারণ ডাইরি করা হয়। জিডি নং- ৯৬৪।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান মঙ্গলবার রাত ১০ টায় গোপন ফোনে খবর পেয়ে  অজ্ঞাত ব্যক্তির দেহের অংশ ষোলনল গ্রামের পাথরের ধানের জমি থেকে উদ্ধার করি। উদ্ধার দেহের অংশ সমূহ ডিএনএ পরীক্ষার জন্য মেডিকেলে প্রেরণ করেছি। তবে মৃত্যু ওই ব্যক্তির বয়স প্রায ৫০ এর মত হবে। এ বিষয়ে অামরা অারো তদন্ত করা হবে।সংবাদ প্রকাশঃ  ০৮১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email