মনোহরগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি জানান ===
কুমিল্লার মনোহরগঞ্জে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন দপ্তরের অধীনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।
পরে তিনি হাসনাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে স্থানীয় পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহকদের সাথে উঠান বৈঠকে উম্মুক্ত মতবিনিময় ও ঋণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, ‘২০৪১ সালের উন্নত বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কুমিল্লা জেলা প্রশাসন নিরলস কাজ করছে।’
পরিদর্শনকালে মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চেীধুরী, প্রকৌশলী আল-আমিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আলমগীর হোসেন, মোস্তফা কামাল, আল-আমিন ভূঁইয়া, মাষ্টার রুহুল আমিন সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  সংবাদ প্রকাশঃ  ০৬১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email