বৃষ্টিতে পানি বেড়ে বুড়িচং এর দঃ গ্রামের পদ্মবিল তরুন তরুনীতে সরগম

সিটিভি নিউজ ্। ।  মোঃ  তরিকুল ইসলাম,তরুন,কুমিল্লা জেলা প্রতিনিধি, জানান ===
কুমিল্লার বুড়িচংয়ের দক্ষিনগ্রামের পদ্ম বিল এখন দর্শনার্থীদের কলকালিতে মুখরিত।গত দুদিন যাবত প্রবল বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় বিলে তরুন তরুনীদের সমাগম বেড়ে য়ায়।এছাড়া বিলটির অন্তত ১৫ একর জলাশয়ের বিল জুড়ে ফুটে আছে নীল, সাদা আর হলুদ পদ্ম ফুলের সমারোহ। আর এ নিয়ে স্থানীয় ও দূরদুরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে দক্ষিন গ্রামের এই পদ্ম বিলটি। বিলের জলাশয়ে ফুটে আছে নীল, সাদা আর হলুদ রংয়ের পদ্ম ফুল। পদ্ম ফুলের পাশাপাশি বিলে আরো রয়েছে সাদা ও লাল শাপলা। পদ্ম ফুলের সৌন্দর্ষ উপভোগ করতে দূরদুরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। এ বিলের পদ্ম আকারে বেশ বড়। একসাথে তিন রংয়ের পদ্ম বিলে আকর্ষনকে আরো বাড়িয়ে দিয়েছে দর্শনার্থীদের। বিল এলাকায় দর্শনার্থীদের সমাগম যেমন উৎসব মুখর করেছে প্রকৃতিকে তেমনি কিছু সংখ্যক যুবক নৌকা চালিয়ে নিজেদের আত্ম কর্মসংস্থান করে অর্থনৈতিক সচ্ছলতা এনেছে পরিবারে। দ্রæত নগরায়নে জলাশয় কমে আসার সাথে সাথে দেশের অনেক এলাকা থেকে পদ্ম হারিয়ে যাচ্ছে। কুমিল্লার বুড়িচংয়ের দক্ষিন গ্রামের বিলের এই পদ্মের যদি যথাযত সংরক্ষনের মাধ্যমে বিস্তার হয় তবে প্রকৃতির জন্য এইটি হবে শুভ সংবাদ এমনটি মনে করেন প্রকৃতি প্রেমীরা।সংবাদ প্রকাশঃ  ২৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ