বুড়িচংয়ে আত্নহত্যার প্ররোচনার ঘটনায় আটক-১

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন   বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে প্রবাসী ওয়াসীমের স্ত্রী   সানজিদা আক্তার (১৯) কে আতœহত্যার প্ররোচনার অভিযোগ এনে   বুড়িচং থানায় দায়ের করা মামলায় গতকাল শনিবার দুপুরে পুলিশ   গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার   থেকে গ্রেফতার করেছে।  পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে বুড়িচং উপজেলার সদর  ইউনিয়নের জগৎপুর গ্রামের প্রবাসী ওয়াসীমের স্ত্রী সানজিদা ঘরের   তীরের সাথে ফাঁস লাগিয়ে আতœহত্যার চেষ্টা করে। এসময় তাকে  শ্বশুরবাড়ির লোকজন দ্রুত থাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে   গেলে সেখানে তার মৃত্যু হয়। এসময় শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে   পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অবহিত করলে পুলিশ  সেখানে এসে পরিচয় জেনে জগৎপুর গ্রামে গেলেও শ্বশুরবাড়ি তালাবদ্ধ  দেখতে পায়। পরে নিহতের মা পারুল আক্তার বাদী হয়ে আতœহত্যার  প্ররোচনার অভিযোগে ৬ জনের নাম ও অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ  করে একটি মামলা করেন। মামলা নং ০৯,তাং ১৫-০৯-২০২০ ইং। মামলার  আসামীরা হলো, নিহতের দেবর হৃদয় (২০),শ্বাশুড়ি হনুফা বেগম (৫০) , ননদ  শাহনা আক্তার (২৫),সালমা আক্তার (৩০),রেখা আক্তার (১৯) ও ননদের স্বামী  বাহার মিয়া । নিহত সানজিদা ব্রাহ্মনপাড়া উপজেলার গোপালনগর  গ্রামের মফিজুল ইসলামের মেয়ে।

সংবাদ প্রকাশঃ  ১৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইককরু ন=  দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ