কুমিল্লা কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান -==
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে জঙ্গি হামলার শঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে লালমনিরহাট জেলা কারাগারে জঙ্গিদের ছিনিয়ে নেয়ার হুমকিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮ কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. শাহজাহান জানান, কারা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় কারাগারের জেলার ও ডেপুটি জেলারের সমন্বয়ে আটজনের স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে এবং কারাগারের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা কারাগারের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারি করছেন।
তিনি আরও জানান, কঠোর নিরাপত্তা রক্ষায় দায়িত্বরত কারারক্ষীদের লাইফ জ্যাকেট দেয়া হয়েছে। কারাগারের অভ্যন্তরে থাকা আসামি কায়েদিদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে। কারাগারে আগতদেরপ্রবেশে কঠোরতা কড়াকড়ি করা হয়েছে।
কেন্দ্রীয় কারা সিনিয়র সুপার জানান, কারাগারে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ায় এখনো কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের আসামি, কয়েদি, কারারক্ষী ও পরিবারের ৩ হাজার সদস্যের সকলেই করোনা ও ডেঙ্গু মুক্ত রয়েছেন। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে অধিদপ্তরের প্রাপ্ত জীবাণুনাশক সুপার জিরো কারা অভ্যন্তরে নিয়মিত স্প্রে করা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা এবং কারারক্ষীদের বাধ্যতামূলক মাক্স পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নিয়ম পালনের মধ্য দিয়ে করোনা ও ডেঙ্গু প্রতিরোধ করা হচ্ছে।সংবাদ প্রকাশঃ  ১৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইককরুন=  দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ