কুমেক করোনা শনাক্ত ২১জনে মৃত্যু ১

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি জানান ==
গতকাল ১৯ সেপ্টৈন্বর কুমিল্লা জেলায় নতুন করে আরও ২১জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৯৬ জনে।
আজকের রিপোর্টে নতুন একজনের মৃত্যু দেখানো হয়েছে । ফলে মৃত্যুর সংখ্যা ১৯৫ জনে রইলো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ৯জন, চৌদ্দগ্রামে ২জন, নাঙ্গলকোটে১ জন বরড়া ৩ জন,  দেবিদ্বার ২জন। আদর্শ সদর ২ জন,সদর দঃ২ জন।
আজকের রিপোর্টে ৯৭ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি কর্পোরেশনের ২৭জন,চান্দিনা ২ জন।আদর্শ সদর ৩ জন,  চৌদ্দগ্রাম ৬৫ জন,
গতকাল ১৯ সেপ্টেম্বর বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৫ হাজার ৬৬৬জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩৪হাজার ৯২৫ জনের। এর মধ্যে ৭ হাজার ২৯৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৯৫জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ৯৬৬জন।সংবাদ প্রকাশঃ  ১৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইককরুন=  দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক

Print Friendly, PDF & Email