Home অন্যান্য ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা

ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা

0
ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা
সিটিভি নিউজ।।    ঝালকাঠি প্রতিনিধিঃ   ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণ করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে।
মসজিদের খতিব মাওলানা গাজী মোঃ শহীদুল ইসলাম ইমামতি করেন। এতে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।
একই স্থানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে ২য় জামাত। প্রধান জামাতের পাশে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। সেখানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমসহ বিভিন্ন নারীরা।
এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
ঈদগাহ ময়দান ছাড়াও নেছারাবাদ মাদ্রাসা ময়দান, মদিনা মসজিদ, পুলিশ লাইন, উপজেলা পরিষদসহ জেলার সকল জামে মসজিদ ও ঈদগাহে সহ পাঁচ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ।সংবাদ প্রকাশঃ ২২০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here