লাকসামে পৌরভবন পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক

সিটিভি নিউজ।।     দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  সংবাদদাতা জানান ==
কুমিল্লার লাকসাম গত সোমবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর লাকসাম পৌরভবন পরিদর্শন করেছেন। এসময় ফুল দিয়ে শূভেচ্ছা জানান লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
লাকসাম পৌরসভা মিলনায়নে পৌরমেয়র অধ্যাপক আবুল খায়ের এর উপস্থিতিতে সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, গোবিন্দপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, লাকসাম পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, পৌর সচিব মোঃ আলাউদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন, লাকসাম পৌরসভা প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, মহিলা কাউন্সিলর নাছিমা সুলতানা, সুমি আক্তার, মুশফেকা আলম মিতা প্রমুখ।
উল্লেখ্য কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পরিদর্শক বইয়ে লিখা লিখেন, মডেল মসজিদ ও ডাকবাংলো ভবনের স্থান পরিদর্শন করেন।
অপরদিকে কুমিল্লার লাকসামে বিভিন্ন দপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, উপকরন বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫নং গৌবিন্দপুর ইউনয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
গোবিন্দপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুইয়া,উপজেলা নির্বাহী অফিসার, এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
এ সময় উপজেলা ভুমি অফিসের আওতায় ভূমিহীনদের মাঝে নতুন বন্দোবস্তকৃত ভুমির খতিয়ান প্রদান, এলজিএসপির সেলাই মেশিন, ফগারমেশিন, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরন, ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন। সমাজ সেবা অফিসের আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধিদের ভাতা প্রদান। এডিপি’র আওতায় প্রতি স্কুলে খেলাধুলার সামগ্রী বিতরন। প্রকল্প বাস্তবায়নের আওতায় শিশু খাদ্য বিতরন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন। কৃষি অফিসের আওতায় শাক সবজির বীজ বিতরন। মৎস্য অফিসের আওতায় জেলেদের মাঝে এ.আই.জি.এ এর আওতায় সেলাই মেশিন বিতরন। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস আওতায় আর্সেনিকমুক্ত টিউব্রয়েল, পাম্প, ওয়াটার ট্যাংক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভুূমি উজালা রানী চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ১৪২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ