মানবতার কল্যাণে রামেরবাগ প্রগতিশীল সংগঠনের স্বেচ্ছাসেবীরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
করোনাকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে মানবতার কল্যাণে নিরলস ভূমিকা রাখছে রামেরবাগ প্রগতিশীল সংগঠন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করছেন সংগঠনের সদস্যরা। তারা সাধ্যানুযায়ী নিজেদের সম্মিলিত অর্থায়নে হতদরিদ্র পরিবারে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। স্বেচ্ছাসেবী তরুণদের মানবিক কার্যক্রমে উৎফুল্ল স্থানীয় বাসিন্দারা।
‘প্রতিদিন একটি ভালো কাজ করি, সুন্দর সমাজ গঠন করি’ এ প্রতিপাদ্য নিয়ে মহামারী করোনাকালে মানবকল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যে সম্প্রতি রামেরবাগ গ্রামের একদল তরুণের সমন্বয়ে সংগঠিত হয় ‘রামেরবাগ প্রগতিশীল সংগঠন’। ইতোমধ্যে সক্রিয় কার্যক্রমের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে সংগঠনটি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায়, ঈদগাহে, যানবাহন এবং জনগুরুত্বপূর্ণ স্থানে একাধিকবার মাস্ক বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা। নিজেদের সম্মিলিত অর্থায়নে হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। অব্যাহত রেখেছেন সংকটাপন্ন রোগীদের জন্য রক্তদান কার্যক্রম। তারা বিভিন্ন সড়কে পথচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ফ্রি ক্যাম্পিং এর মাধ্যমে মহিলাদেরও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করেছেন। সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে বিভিন্ন প্রজাতীর সহস্রাধিক গাছের চারা রোপন করেন রামেরবাগ প্রগতিশীল সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তাদের মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রামেরবাগ প্রগতিশীল সংগঠনের সভাপতি মোঃ আতাহার হোসেনের দিকনির্দেশনায় সাম্প্রতিক কালে যাবতীয় সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি শাহরিয়ার হোসেন ইমন, আফজাল হোসেন সোহাগ, স্বপন, জুয়েল, সাধারণ সম্পাদক জাকিউর রহমান রাশেদ, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শান্ত, আজমল হোসেন সাব্বির, শাহাদাত ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মোঃ নাজিম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, অর্থ সম্পাদক আমান উল্লাহ, প্রচার সম্পাদক নচিউল হক প্রমুখ।
একান্ত আলাপচারিতায় স্বেচ্ছাসেবা প্রসঙ্গে রামেরবাগ প্রগতিশীল সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম শাকিল বলেন, ‘প্রশংসা কুড়ানোর জন্য নয়; মনুষ্যত্ববোধের চর্চা করতেই আমরা যাবতীয় সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা একদল স্বেচ্ছাসেবী তরুণ নিজেদেরকে সঁপে দিয়েছি মানবতার কল্যাণে। বর্তমানের ন্যায় আগামী দিনেও যে কোনো পরিস্থিতিতে জনসাধারণের পাশে থাকতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’সংবাদ প্রকাশঃ  ০১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=
Print Friendly, PDF & Email