ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ডেন্টাল চিকিৎসকের মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা ২০

সিটিভি নিউজ।। মানিক ঘোষ   ঝিনাইদহ প্রতিনিধি- জানান ==
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ডাঃ মোঃ আলিম উদ্দিন ঝন্টু খান নামের এক ডেন্টাল চিকিৎসকের মৃত্যু হয়েছে। সে শহরের কে সি কলেজ পাড়ার মৃত আব্দুর রউফ খানের ছেলে। ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতাল (শিশু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন জটিল রোেেগ ভুগছিলেন। তার করোনা উপসর্গ দেখা দিলে গত ১৯ আগষ্ট করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ২৩ আগষ্ট রিপোর্ট পজিটিভ আসে। ঐদিন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অবনতি হলে ২৪ আগষ্ট রাতে কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকালে মারা যান। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রোববার নতুন করে জেলায় করোনার আক্রান্তের সংখ্যা ২০ । এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬২৪ এবং মোট সুস্থ হয়েছেন ১০০৪ জন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম এর নেতৃত্বে ইফা গঠিত লাশ দাফন কমিটির মাধ্যমে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটি জেলায় এ পর্যন্ত ৫০ জন করোনা আক্রান্ত ও উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছেন।  সংবাদ প্রকাশঃ  ৩০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ