করোনাকালীন বিপর্যয় কাটিয়ে কুমিল্লার প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে – এমপি বাহার

সিটিভি নিউজ।।   দেলোয়ার হোসেন জাকির  সংবাদদাতা জানান ====বাংলাদেশ জাতীয অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র ২৮তম বার্ষিক সাধারণ সভা বীরচন্দ্র নগর মিলনায়তন কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট শনিবার সকালে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন কুমিল্লা’র সংগঠনগুলো যেন ভেঙ্গে না যায় সেজন্য সংগঠনের কমিটির সদস্যদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন এবং পরামর্শ প্রদান করেন।
করোনাকালে দুই মাস প্রতিষ্ঠান বন্ধ ছিল। বর্তমানে স্বাস্থ্য বিধি মেনে কাজ শুরু হয়েছে। দুই এক মাসের মধ্যেই বিপর্যয় কেটে প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জীবন সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম।
সভায় ২৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক পাপড়ী বসু, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা: এ কে এম আব্দুস সেলিম। কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো: শাহজাদা গিয়াসউদ্দিন।
শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের নির্বাহী সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন। এ সময় সংগঠনের কার্যকরী পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, নির্বাহী সদস্য মির্জা মো: কোরেশী, শাহজাহান সিরাজ, তাহসিন বাহার সুচনা, জেড এম মিজানুর রহমান খানসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ২২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ