লাকসামের স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরির প্লাজমা দান কর্মসূচি শুরু

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। মোজাম্মেল হক আলম   লাকসাম প্রতিনিধি  জানান—
করোনা আক্রান্তদের বাঁচাতে লাকসামের আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন এবার প্লাজমা দান কর্মসূচি চালু করেছে। বৃহস্পতিবার (২০আগষ্ট) ঢাকা ল্যাব এইড হসপিটালে কোভিড-১৯ এ আক্রান্ত আইসিউতে থাকা উপজেলার আজগরা ইউনিয়নের আ’লীগ সভাপতি হাজী আবদুল লতিফকে প্লাজমা দান করে সংগঠনটি মানব সেবায় আরো একধাপ এগিয়ে গেল।
করোনাকালে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন অনবরত। অধ্যবধি এ সংগঠনটি প্রায় ২৪টি কর্মসূচি বাস্তবায়ন করেছেন। মানব কল্যাণে এসব কর্মসূচি পালন করতে গিয়ে কোভিড-১৯ এর নৃশংস থাবায় আক্রান্ত হয়েছে ৫জন সদস্য। বর্তমানে সাধারণ জনগণের ভালোবাসায় সুস্থ হয়েছে সকল সদস্যরা।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, ইতোমধ্যে আমরা প্লাজমা দান কার্যক্রম শুরু করেছি। গ্রামীণ অঞ্চলের সংগঠনের মধ্যে আমরাই প্রথম এটি শুরু করেছি। স্বেচ্ছায় উপজেলার আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবদুল লতিফের জীবন বাঁচাতে সংগঠনের সমাজসেবা বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ প্লাজমা দান করার মাধ্যমে আরেকটি কর্মসূচিতে পা বাড়ালাম। সংবাদ প্রকাশঃ  ২০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email