লাকসামে সাত মাসের মাথায় ৫ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

সিটিভি নিউজ।।  মোজাম্মেল হক আলম   লাকসাম প্রতিনিধি  জানান ===
লাককসামে গর্ভধারণের সাত মাসের মাথায় শারমিন আক্তার (২৫) নামে এক প্রসূতি মা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনজন ছেলে ও মেয়ে দুই জন। নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম রয়েছে । মা সুস্থ থাকলেও, তারা ঝুঁকিতে রয়েছে।
আজ (১২ই আগষ্ঠ) বুধবার সকাল পৌনে ১০ টার দিকে লাকসাম বেসরকারি একটি (জেনারেল হসপিটাল) হাসপাতালে ওই পাছঁটি সন্তানের জন্ম দেন প্রসূতি শারমিন। তিনি সদর উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের খন্দকার বাড়ীর হাফেজ মিজানুর রহমানের স্ত্রী। ঐ দম্পতির বিবাহর এক বছর পর একটি সন্তান প্রসূতি সময় মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, মাত্র সাত মাসের মাথায় শারমিন বাচ্চা প্রশব হয়েছে। একসঙ্গে পাঁচ বাচ্চার প্রসব অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম থাকায় ঝুঁকিতে রয়েছে বাচ্চাগুলো ।
জেনারেল হাসপাতালের ম্যানেজার এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ৯ টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মিনিট পরই তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। মা সহ সবাই বেঁচে আছে। তবে বাচ্চাগুলো ওজন কম থাকায় ঝুকিতে রয়েছে।
হাসপাতালের (গাহিনি বিশেষজ্ঞ) কর্তব্যরত চিকিৎসক লতিফা আহামেদ লতা বলেন, বাচ্চাদের সুস্থ্য করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে।তাদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসাত জন্য তাদেরকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ