দাউদকান্দিতে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সিটিভি নিউজ।।     করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  আজ শনিবার(০৮আগস্ট) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা মিলনায়তনের সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি।এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.কামরুল ইসলাম খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) কুমিল্লা উত্তর প্রতিনিধি সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন নেছা জেবু,সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমূখ।অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত ২২জন সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়ে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের(পিআইবি’র)মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক,একুশে পদক প্রাপ্ত,দাউদকান্দির কৃতি সন্তান জাফর ওয়াজেদকে ধন্যবাদ জানান।

সংবাদ প্রকাশঃ  ০৮২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ