জাতীয় শোক দিবস উপলক্ষে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এ.কে.এম শহিদুল হক রচিত কবিতা মহা নক্ষত্র

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

 মহা নক্ষত্র
মোঃ শহীদুল হক ( বীর মুক্তিযোদ্ধা )
বাংলার আকাশে উদিয়, তেজোদীপ্ত নক্ষত্র শেখ মুজিব, শেখ মুজিব
সে নক্ষত্র সদা দিচ্ছে জ্যোতি, দিবে জ্যোতি চির দিন,
পঁচাত্তরের পনেরই আগষ্ট কিছু বিভ্রান্ত দুষ্ট গ্রহ ঢেকে দিয়েছে সে নক্ষত্র
তবুও সে নক্ষত্রের জ্যোতি কমেনি আজও, কমবেনা কোন দিন।
জ্যোর্তিময় সে নক্ষত্রের চারটি উপ-নক্ষত্রকেও ঢেকে দিয়েছে
এক দিন সে বিভ্রান্তের দল, কিন্তু জ্যোতি কমাতে পারেনি,
ভেবেছিল তারা (বিভ্রান্ত) সব শেষ হয়ে গেছে, হয়ে যাবে অন্ধকার
ভাবেনি কখনও আলো ছড়াতে পারবে বারংবার।
সে পাঁচটি ত্যাজোদীপ্ত উজ্জল নক্ষত্র হতে বিচ্ছুরিত হয়ে পাঁচটি
তেজস্বী রশ্মি এক হয়ে সৃষ্টি হল এক মহা তেজদীপ্ত নক্ষত্রের
বহুবার চেষ্টা করে বাধা দিয়েও কেউ তা রুখতে পারলনা।
তার স্ফুলিংয়ে পুড়ে যাবে সব দুষ্ট গ্রহ, বিভ্রান্তের দল
আলোয় আলোয় দুনিয়া আলোকিত করে, এগিয়ে যাবে,
শেখ হাসিনা, মুজিব কন্যা শেখ হাসিনা। বঙ্গ রতœ শেখ হাসিনা
বঙ্গ কন্যা শেখ হাসিনা, বিশ্ব নেত্রী শেখ হাসিনা।
বিশ্ব মানবতার মা শেখ হাসিনা, শেখ হাসিনা

প্রধান কার্যালয় ঃ কাজী নজরুল বহুমুখী একাডেমী ও কুলসুম কাদের ফাউন্ডেশন।
হাউজিং এস্টেট (গোল মার্কেট, কুমিল্লা)
মোবাইল ঃ ০১৭৬২-২১৩১৬৩

সংবাদ প্রকাশঃ  ০৮২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email