কুমিল্লায় অসচ্ছল ক্রীড়াবিদদের অনুদানের চেক তুলে দেন ডিসি আবুল ফজল মীর

সিটিভি নিউজ।।   দেলোয়ার হোসেন জাকির   সংবাদদাতা জানান ==  কুমিল্লায় অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় হতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে কুমিল্লার অস্বচ্ছল, আহত ও দুস্থ ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
৫ আগস্ট বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ জন অসচ্ছল ক্রীড়াবিদকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।
জেলা প্রশাসনের আয়োজনে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সেেহযাগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান। চেক বিতরণ কালে জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বঙ্গবন্ধু তাঁর ব্যক্তিগত জীবনে মুক্তিযোদ্ধা এবং ক্রীড়ামোদিদের তৎকালীন সময়ে অনেক বেশী মূল্যায়ন করেছিলেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার অসচ্ছল ক্রীড়াবিদ বা ক্রীড়াসেবীদের আর্থিক অনুদান করছি।

সংবাদ প্রকাশঃ  ০৫২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ