বুড়িচংয়ে হাসপাতাল ভাংচুর ভাংচুরের চেষ্টাকালে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন      বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় গোমতী নামের একটি প্রাইভেট
ক্লিনিকে ভূল চিকিৎসায় মঙ্গলবার দুপুওে বিলকিস আক্তার (৩০) নামের এক
প্রসূতির মৃত্যুও খবর পাওয়া গেছে। এসময় স্বজনরা হামলার চেষ্টাকালে খবর পেয়ে
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের পরিবার ও চাচাতো ভাই বিল্লাল হোসেন জানান,জেলার বুড়িচং উপজেলার
ভালেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ হোসেনের স্ত্রী বিলকিস
বেগমের গতকাল মঙ্গলবার দুপুওে প্রসব বেদনা শুরু হলে তাকে সিকটবর্তী একই
ইউনিয়নের কংশনগর এলাকায় গোমতী বেরীবাঁধের ভিতর অবস্থিত বেসরকারী
গোমতী নামের হাসপাতালটিতে নিয়ে আসা হয়। এর পরপরই বেলা আনুমানিক ১
টায় বিলকিসকে জরুরী ভিত্তিতে অপারেশনের কথা বলে তার স্বজনদের কাছে
হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হোসেন মোঃ
ফয়সাল এসময় অপারেশনের দায়িত্ব পালন করছিলেন। একসময় বিলকিসের মৃত্যু হলে
স্বজনদেও মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে অনেক আতœীয়রা ছুটে আসেন
হাসপাতালে ,উত্তপ্ত হয়ে উঠে হাসপাতালের পরিবেশ। খবর পেয়ে স্থানীয় দেবপুর ফাঁড়ি
থেকে এসআই নন্দন চন্দ্র ও এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল
সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উল্লেখ্য কংশনগর এলাকায় অবস্থিত
গোমতী হাসপাতালে প্রায়ই চিকিৎসা ব্যবস্থা নিতে এসে রোগী মৃত্যুও ঘটনা
ঘটে। তবে অজ্ঞাত কারণে সেগুলো আর বিচারের আলো দেখে না। নানাভাবে রোগীর
স্বজনদের ভয়ভীতিসহ ক্ষতিপূরণের আশ্বাসের কারণেই বারবার রোগী মৃত্যুর ঘটনায়
মামলা না হওয়ায় স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান,এ
থেকে বের হয়ে না আসলে এভাবে প্রতিনিয়ত ভূল চিকিৎসায় রোগী মৃত্যুও ঘটনা
বেড়েই চলবে।
বিষয়টি জানতে হাসপাতালের এমডি মমতাজ মিয়া জানান,বেলা দেড়টায় বিলকিস
বেগম তার হাসপাতালে ভর্তি হয়। এসময় ডাঃ হাসান ফয়সাল ও রবিউল হাসান
নামের দু চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার করেন। কিন্তু তারা সেখানে না গিয়ে কুমিল্লা টাওয়াওে
চিকিসা সেবা দিতে গেলে সেখানে তার মৃত্যু হয়। তার গোমতী হাসপাতালে
কোন অনিয়ম হয়নি।

সংবাদ প্রকাশঃ  ০৫২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

 

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ