কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
 সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন    কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় এখনো বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার (৩১ জুলাই) নতুন করে আরও ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে কুমিল্লা নগরীর ৩১ জন, চৌদ্দগ্রামের ৭ জন, লাকসামের ২ জন, বরুড়ার ৩ জন, মেঘনার ৩ জন ও বুড়িচংয়ের একজন রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৫ হাজার ৫০৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে, শুক্রবার নতুন করে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা পূর্বের ১৪৬ জনই রয়েছে।
এছাড়া জেলায় এখন পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৩ জন। তবে নতুন কেউ সুস্থ হয়নি।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা.মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন জানান, শুক্রবার পর্যন্ত জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৩০৮ জনের। আর পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ২৫৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৫০৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।সংবাদ প্রকাশঃ  ০১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email