মজুদকৃত সিগারেট বিক্রির অভিযোগের ভিত্তিতে শাহরাস্তিতে পুলিশের অভিযান

সিটিভি নিউজ।।    আসাদুল হক  সংবাদদাতা জানান———-
গোপনসূত্রে পাওয়া বিভিন্ন স্থানে পুরাতন মজুদকৃত  সিগারেট বিক্রির মাধ্যমে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমেছে পুলিশ এবং বৃহস্পতিবার (১৬ জুলাই’২০২০) ঠাকুর বাজারের সিনহা স্টোরে অভিযান চালায় শাহরাস্তি থানা পুলিশ।
এসময় সিনহা স্টোরের মিন্টু মিয়ার কাছে প্রচুর পরিমাণে মজুদকৃত পাইলট সিগারেট পাওয়া যায়। অভিযুক্ত দোকানদার উপযুক্ত কারন দর্শাতে না পারায় পুলিশ কর্মকর্তারা তার সকল মজুদকৃত সিগারেট জব্দ করার সিদ্ধান্ত নেয়। পরে দোকানদার এবং বাজার সমিতির অনুরোধে তাকে এই সিগারেট দ্রুততম সময়ে বিক্রির শর্তে ছেড়ে দেয়া হয়।
অভিযান শেষে বাজারের সকল দোকানদারকে আবারো কঠোরভাবে সতর্ক করা হয় এবং এ ধরণের
 মজুদকরণের মাধ্যমে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে একই অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।সংবাদ প্রকাশঃ  ১৭২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ