সাপাহারে রাস্তার দু-পাশে আম কেনা-বেচার কারণে যানজটে সৃষ্টি, পথচারিদের দুর্ভোগ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পরিকল্পিত ভাবে আম কেনা বেচার জন্য নির্দিষ্ট কোন বাজার গড়ে না ওঠায় সদর রাস্তার দু-পাশে আম কেনা-বেচার কারণে সড়কে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় পথচারিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলার রাস্তার দুই পাশে গড়ে ওঠা আড়ৎ ও রাস্তার উপর আম কেনা-বেঁচা করায় প্রায় প্রতিদিন সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত সাপাহার-নওগাঁ সড়কের উপজেলার জিরো পয়েন্ট হতে গোডাউন পাড়া মোড় প্রায় ২ কিলোমিটার পথ যানজটে বন্ধ হয়ে থাকে এবং ঘন্টার পর ঘন্টা রাস্তার উপর বাস, ট্রাক, ট্রলি, ভুটভুটি,ভ্যান, সাইকেল, মোটর সাইকেল দির্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকায় সময় মতো গন্তব্যস্থলে যেতে পারছেন না। এতে করে অসুস্থ্য রোগী ও ডেলীভারী রোগীদের চরম সমস্যায় পড়তে দেখা গেছে। তবে সদরের ওয়ালটন মোড়ে বেশি জানজটের কারণে যেন ভোগান্তির শেষ নেই। সিমিত আকারে কিছু পুলিশ সদস্য এবং মটরশ্রমিক অফিসের কিছু সদস্য ভলেনটিয়ার হিসেবে কাজ করলেও উপজেলার ৬টি পয়েন্টের সবকটি পয়েন্টে পুলিশ ও ভলেনটিয়ার না থাকায় যানজট বেশি সৃষ্টি হচ্ছে। উপজেলার ৪মাথা রোডের প্রতিটি পয়েন্টে অন্তত ১জন পুলিশ ও ৪ জন ভলেনটিয়ার মনিটরিং করলে বিশেষ করে অসুস্থ্য রোগী ও পথচারীদের ভোগান্তি কিছুটা হলেও কম হবে। কর্তৃপক্ষের নিকট যানজট নিরসনে এমনটাই দাবী এলাকার ভেুক্তভোগী জনগণ ও সচেতন মহল।  সংবাদ প্রকাশঃ  ১৪২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email