অর্পিত সম্পত্তির উপর উচ্চহারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

সিটিভি নিউজ।।    মনির হোসেন,কুমিল্লা।। অর্পিত সম্পত্তির উপর উচ্চহারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সকাল ১১টায় কুমিল্লা কান্দিরপাড়ে মানববন্ধ করে লিজ গ্রহীতা বৃন্দ। মানববন্ধে লিজ গ্রহীতারা বলেন, গরীব সাংবাদিক,শিক্ষাবিদ,ক্রিড়াবিদ,সাংস্কৃতিক কর্মী,মুক্তিযোদ্ধা পরিবার,হিন্দু পরিবার,আওয়ামী রীগের সৎ নিষ্ঠাবান কর্মী,ছোটখাটো স্বত্বমেনে ছোটখাটো দোকান,ঘর,টিনশেড ঘর,কৃষিজমি,অকৃষি ভিটি(ডোবা/গড়লায়েক পতিত জমি) একসনা লিজ নিয়ে টিনের ঘর তৈরি বসবাস করে আসছে। তারা বলেন,নলজ নেয়া ঘর,বাড়ি,দোকান ইত্যাদি অনেক পুরাতন ও ভঙ্গুর অবস্থা। লিজ নেওয়া ভিটিতে তৈরি করা টিনশেড ঘরগুলো অনেক পুরাতন।বেশির ভাগ বাসস্থান বসবাসের অনপোযোগী।নিরুপায় হয়ে লিজ গ্রহীতারা নিজ খরচে মেরাতম ও সংস্কার করে পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে বসবাস করে আসছে। মানববন্ধে লিজ গ্রহীতারা মামননীয় প্রধানমন্ত্রীর কাছে আবুল আবেদন করে বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে এদেশকে গড়ে তুলেছেন। আপনি প্রতি নিয়ত বাংলাদেশের মানুষের খাদ্য,বাসস্থান,শিক্ষা,স্বাস্থ্য নিশ্চিত করার মানসে দৃঢ় প্রতিজ্ঞ,বাংলাদেশের কোন মানুষকে আপনি আশ্রয়হীন রাখতে চান না।সে জন্য বিভিন্ন আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে অসহায় ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থাকরে দিচ্ছেন।তারা বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বিশ্ব শান্তির অগ্রদূত,মাদার অব হিউমিনিটি,জনদরদী সফল রাষ্ট্রনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসীনার নিকট অর্পিত সম্পত্তি লীজ গ্রহীতা গরীব অসহায় ভূমিহীনদের পক্ষ থেকে ৩ ডিসেম্বর ২০১৯ সালের ভূমি মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত পত্রটি প্রত্যাহারের জন্য আকুল আবেদন জানান। লিজ গ্রহীতা আলী হোসেন চৌধুরী বলেন,সরকারের কাছে সালামির হারও ইজারার বিষয়ে ৩ টি বিষয়ে আবাদেন হল:১। ভীম মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের স্বাক্ষিত পরিপত্র নংস্মারক নম্বর৩১.০০.০০০০.০৪৫.৫৩.০০২.১৬-৬১৯,তারিখ:১৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/০৩ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ প্রত্যাহার/স্থগিত ক্রমে পূব হারে ভাড়া/ লিজ মানি প্রদানের জন্য সহানুভূতিশীল সদয় নির্দেশনা। ২।একসনা লিজ নিয়ে বসবাসকারীদের মধ্যে সহানুভূতিশীল মূল্যে(১১-৪-২০০১ তারিখে প্রকাশিত ১৬নং আইনের বাংলাদেশ গ্রেজেটে ২নং সংজ্ঞার ঢ এবং ণ অনুচ্ছেদের বর্ণিত বিধি অনুযায়ী স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানায়।৩। অর্পিত সম্পত্তির ভূমিসমুহ সুষ্ঠু ব্যবহারর স্বার্থে স্থায়ীভাবে বন্দোবস্ত করা হলে উক্ত ভূমি সমূহের সালামী বাবদ সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমান অথ সরকারি কোষাগারে জমা হবে। উক্ত আদায়কৃত টাকা দেশও জাতির সামগ্রিক উন্নয়নের ব্যয় করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এদিকে মানববন্ধে বক্তব্য রাখেন অর্পিত সম্পত্তি লিজ গ্রহিতা সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি, মোঃ শফিক মিয়া, সাধারণ সম্পাদক বশিরুল আনোয়ার, কোষাদক্ষ ফজলুর, সদস্য ,আলী হোসেন চৌধুলী,অধাক্ষ সফিকুর রহমান, লিজ গ্রহিতা বশির আহাম্মেদ, এডভোকেট নাজমুল বারী চৌধুরী, রকিবাল হক, মাইন উদ্দিন বাবুল, চন্দন নাগ, বাবুল দাস।

সংবাদ প্রকাশঃ  ১৪২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ