হোমনায় কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত-২

সিটিভি নিউজ।।   মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে আলমগীর হোসেন (৩৫) ও টিটু চন্দ্র (১৪) নামের দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন জগন্নাথকান্দি গ্রামের কাঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহত টিটু চন্দ্রের বাবা নেপালসহ দুইজন আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত আলমগীর জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। টিটু একই গ্রামের নেপাল চন্দ্রের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মাছ ধরার জন্য কাঠালিয়া নদীতে মাছ ধরতে যায়। তবে হঠাৎ বজ্রপাতে দুইজন মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহত দুইজনকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। নিহত দুইজনকে নিজ নিজ বাড়িতে নেয়া হয়েছে। এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো.আবুল কায়েস বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত নেপাল ও অমূল্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।সংবাদ প্রকাশঃ  ২৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ