বাংলাদেশ বেসরকারি(এমপিও ভুক্ত) শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।   স্বল্প বেতনে একই পদে চাকরি করে, চাকরি জীবন শেষ করতে  হচ্ছে, করোনা মহামারীতে ও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে হচ্ছে। তবু নেই কোন পদোন্নতি, নেই প্রণোদনার কোন উপায়। এমনই একাধিক অভিযোগ নিয়ে ৫ দফা দাবীতে সারাদেশের ন্যায় কুমিল্লা টাউন হলের সামনে মানববন্ধন শেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কুমিল্লা জেলা শাখা। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ন্যূনতম বেতন ১১ তম গ্রেড প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, বর্তমান পদের নাম পরিবর্তন করে অফিস সুপার/প্রশাসনিক কর্মকর্তা/ হিসাবরক্ষন কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ  অন্যান্য বিষয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা, শিক্ষা মন্ত্রণালয় প্রণীত চাকুরী বিধি ২০১২  বাস্তবায়ন করা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদন্নতির ব্যবস্থা করা, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা। মানববন্ধনে সংগঠনের সভাপতি তুষার আহমেদ বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আমরা পথে বসতে হবে, আমরা প্রতিদিন ১২  থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে কিন্তু আমাদের নাই কোন সামাজিক মর্যাদা নাই কোন অর্থনৈতিক উন্নয়ন। অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মোঃ আবুল হাসনাৎ শাহীন, সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সংগঠনের দক্ষিণ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীগন  উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ৩১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email