ভারতে সোনার দামের রেকর্ড পতন

সিটিভি নিউজ ।।  ভারতের বাজারের সোনার দামের রেকর্ড পতন হয়েছে। দীর্ঘ ৮ মাস পর দেশটির বাজারে প্রায় ১২ হাজার টাকা দাম কমল সোনার।   শনিবার (১৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ভারতে ২২ ক্যারেট সোনার দাম হয় ১ গ্রামে ৪ হাজার ৪২৯ টাকা, ১০ গ্রামে ৪৪ হাজার ২৯০ টাকা। শুক্রবারে (১২ মার্চ) ছিল ২২ ক্যারাট সোনার দাম ১ গ্রামে ৪ হাজার ৪৩০ টাকা, ১০ গ্রামে ৪৪ হাজার ১৭০ টাকা। এ ছাড়া হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম হউ ৪৩ হাজার ৪০০ টাকা।

এর আগে চলতি মাসের ২ তারিখ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ২০ হাজার টাকা। ৪ মার্চ ২২ ক্যারাট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ১৪ হাজার টাকা।

গত ৯ মার্চ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ১২ হাজার টাকা। এ বছরের শুরু থেকে হিসাব করলে দেখা যায় ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা দাম কমেছে সোনার।

প্রসঙ্গত, গত বছর আগস্টে সোনার দাম নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন মধ্যবিত্তরা। প্রায় ৫৬ হাজার ২০০ টাকা দাম হয়েছিল সোনার। তবে দাম কমায় কিছুটা হলেও হাসি ফুটেছে মধ্যবিত্তদের মুখে।

সংবাদ প্রকাশঃ  ১৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ