মুক্তিযোদ্ধা সন্তানদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মনির হোসেন,কুমিল্লা।। সংবাদদাতা জানান ===
শাহাবাগে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল ও আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক ফয়সাল মবিন পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নাছরিন আক্তার বিথী, চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি আতিকুর রহমান সিক্দার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল, কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আজাদ, সাংবাদিক কামরুজ্জামান জনি, সদস্য সচিব মাসুম আলম পলাশ, যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার পলি প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৩ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টা থেকে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে রাজধানীর শাহবাগে চত্বরে শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শান্তি পূর্ণ অবস্থা কর্মসুচিত পালন কালে আন্দোলনরত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রজন্ম ও গনমাধ্যম কর্মীদের উপর পুলিশের অতর্কিত লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের তিব্র প্রতিবাদ জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই নেক্কারজনক বর্বর হামলার সাথে জরিতদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি করেন। পুলিশি হামলায় আহতদের সুস্থতা কামনা করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
উল্লেখ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজিত গত ২৩ শে ফেব্রুয়ারি শাহাবাগে অবস্থান কর্মসুচিতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, শরীয়তপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, সিলেট সহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৯ থেকে ১০ সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শান্তি পূর্ণ অবস্থা কর্মসুচিত পালন কালে আন্দোলনরত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রজন্ম ও গনমাধ্যম কর্মীদের উপর সন্ধ্যার একটু আগে অতর্কিত লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে পুলিশ।
এসময় অবস্থান কর্মসুচিতে অংশ প্রহণকারী আন্দোলনরত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রজন্ম ও উপস্থিত গনমাধ্যম কর্মীরা বিভিন্ন দিকে আতংকে ছত্রভঙ্গ হয়ে পরে।পুলিশের এই অতর্কিত হামলায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলেমান মিয়া, প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান সজীব সরকার, মিজানুর রহমান, ইয়াসিন আকন্দ, প্রকৌশলী সানাউল্লাহ, মোঃ হারুনুর রশীদ তরফদার, তসলিমা রেজা, যুগ্ম মহাসচিব ফারুক খান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, তিতুমীরসহ চট্টগ্রাম বিভাগে সভাপতি কফিলউদ্দীন, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল, চট্টগ্রাম মহানগর আহবায়ক মন্জুরুল ইসলাম, সদস্য সচিব জুয়েল তজবি, কুমিল্লা জেলা আহবায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ সহ ৭০/৮০ জন আন্দোলনরত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রজন্ম ও উপস্থিত বেশ কয়েকজন গনমাধ্যম কর্মীরা গুরুতরভাবে আহত হয়! আহতদের রাজধানীর বিভিন্ন হসপিটালে ভর্তি করানো হয়েছে বলে জানা যায়।

সংবাদ প্রকাশঃ  ২৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email