৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ স্বাগতিক কমিটির ভেন্যু পরিদর্শন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    ওয়াশিংটন ডিসি: ভেন্যু কিভাবে সাজাবেন কোথায় বসাবেন ইত্যাদি ভাবনা নিয়ে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ ১৫ ফেব্রুয়ারি সোমবার ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার পরিদর্শন করেন। এ সময় স্বাগতিক কমিটির চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী, মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় নেতৃবৃন্দ সম্মেলনের মুল বলরুম, মিটিং রুম, রেষ্টুরেন্ট, ষ্টল, মুলমঞ্চ সিটিং ক্যাপাসিটি সবকিছুর তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এছাড়ও হোটেল কর্তৃপক্ষের সাথে সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ’নুতন প্রজন্মের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে আগামী সেপ্টেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখ শুক্র শনি ও রবিবার তিন দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোস্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল, এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

তিনদিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী, সেমিনার, ফোবানা ড্যান্স আইডল, ফোবানা মিউজিক আইডল, মিস ফোবানা ২০২১, ফ্যাশন শো, ইন্টারফেইথ ডায়ালগ, কাব্য জলসা, কবি সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, বইমেলা, ইয়ুথ ফোরাম, পঞ্চকবির অনুষ্ঠান, লোকজ সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান সহ রয়েছে নানা আয়োজন।

এছাড়ও দেশের ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে রয়েছে তিনদিনব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সম্মেলন উপলক্ষ্যে বের করা হবে সম্মেলনের বিশেষ বুলেটিন ও ম্যাগাজিন। সম্মেলন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ভিজিট করুন ৩৫তম ফোবানা সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইট ফোবানা২০২১ডিসি.কম (fobana2021dc.com) অথবা ইমেইল করুন fobana2021dc@gmail.com,,

সংবাদ প্রকাশঃ  ১৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email