জাতীয় বীর কাজী আরেফ আহমেদ বাঙালি জাতির ধ্রুবতাঁরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    সংবাদ বিজ্ঞপ্তি ।।
জাতীয় বীর, স্বাধীনতার নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠা, বাঙালির জাতীয় মুক্তি আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ কাজী আরেফ আহমেদের ২২তম শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা জাসদ কক্সবাজার জেলার উদ্যোগে ১৬ ফেব্রুয়ারী বিকাল ৫টায় শহীদ কাজী আরেফ আহমেদ মিলনায়তনে জাসদ কক্সবাজার জেলা সভাপতি নইমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক একেএম মাহাতাবুল ইসলাম, পৌর জাসদ সাধারণ সম্পাদক নুর আহমদ, দপ্তর সম্পাদক ও জাতীয় যুবজোট কক্সবাজার জেলা সভাপতি অজিত কুমার দাশ হিমু, জনসংযোগ সম্পাদক মোঃ আবু তৈয়ব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিকজোট কক্সবাজার জেলা সভাপতি আবদুল জব্বার, কৃষি বিষয়ক সম্পাদক কায়সার হামিদ, শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিকজোট কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আশরাফুল করিম সিকদার নোমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জাতীয় যুবজোট কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক ও নির্মাণ শ্রমিকজোট কক্সবাজার সভাপতি প্রদীপ দাশ, কার্যনির্বাহী সদস্য মোঃ জাকারিয়া, শাখাওয়াত হোসেন সবুজ, রফিকুল ইসলাম, একরামুল হক কন্ট্রাক্টার, জাতীয় যুবজোট সহ-সভাপতি আবদুর রহিম, আবদু সালাম, মোঃ আজম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ নুরুল হক, যুবজোট মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি বেগম, যুবজোট নেতা ওসমান গনি, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান, শহর জাসদ ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন আপেল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সোহেল, নির্মাণ শ্রমিক জোট সহ-সভাপতি মোঃ রাসেল, মোঃ নাছির, মোঃ মোস্তাক, নির্মাণ শ্রমিক নেতা লিটন, রহিম, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা সভাপতি শাহাদাত হোসেন, শহর সভাপতি আবদুর রশিদ, সিটি কলেজ সভাপতি আনারুল, জেলা সদস্য ছালেহ মুন্না, মোঃ হোসাইন হামিদ, আবদুর রহিম প্রমুখ।
বক্তারা শহীদ কাজী আরেফ আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কাজী আরেফ আহমেদ বাঙালি জাতির ধ্রুবতাঁরা। তিনি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীলতার মশাল জ্বালিয়ে জাতিকে চলার পথ দেখিয়েছেন।
বক্তারা বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠি কর্তৃক বাঙালি জাতিকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র বাঙালি জাতীয়াবাদী চেতনায় প্রতিরোধ গড়ে তোলা; ‘মুসলমান-মুসলমান ভাই’, ‘আমরা মুসলমান জাতি’ ও ‘পাকিস্তান মুসলমানদের দেশ’ ইত্যাদি বলে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে বাঙালি জাতিকে বিভক্ত-দুর্বল-হীনবল করার বিপরীতে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও মানবিকতাকে উর্ধে তুলে ধরে বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তীক্ষè ও তীব্র করা; পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির অধিকার, মুক্তি, স্বাধীনতা খোঁজার ভ্রান্ত পথে না গিয়ে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার সংগ্রামী পথ তৈরি করা; মুক্তিযুদ্ধকে বিপ্লবী জনযুদ্ধে উন্নীত করে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়া; স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র ও সমাজকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে পরিণত করার বিপ্লবী সংগ্রামের পথ তৈরি করা; ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানকে বর্বরভাবে দমন করে মোস্তাকের পথে হাঁটা বিশ্বাসঘাতক জিয়া, জাসদ, আওয়ামী লীগ ও সিপিবিসহ স্বাধীনতা-মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মেরে কেটে কোণঠাসা করে পাকিস্তানপন্থীশক্তি ও পাকিস্তানপন্থার যে রাজনীতি শুরু করেছিল সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির দ্বন্ধকে জাতীয় রাজনীতির প্রধান দ্বন্ধ হিসাবে চিহ্নিত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বৃহত্তর ঐক্য, বাম ঐক্যের ভিত্তিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তুলে পাকিস্তানপন্থার ধারক সামরিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সাধারণ গণতান্ত্রিক আন্দোলন এবং সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের ছায়ায় সমান্তরালে পুঁজিবাদ বিরোধী বিপ্লবী গণতান্ত্রিক আন্দোলন পরিচালনার পথ তৈরি করা; সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এগিয়ে নিতে সাম্প্রদায়িক রাজনীতি ও শক্তির দুর্বলতম গ্রন্থি ‘যুদ্ধাপরাধের বিচার’কে চিহ্নিত করে যুদ্ধাপরাধীদের বিচার ও যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন গড়ে তোলা এবং তার ধারাবাহিকতায় জাহানারা ইমামকে সামনে রেখে ঐতিহাসিক গণআদালত গঠন ও গণআদালত কেন্দ্রিক জাতীয় আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে জাতীয় বীর ও জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ তাঁর দার্শনিক জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞার বাস্তব প্রয়োগ করে গণতান্ত্রিক-প্রগতিশীল আন্দোলনের মৌলিক রণনীতি ও রণকৌশল নির্ধারণ ও তা বাস্তবায়ন করেছিলেন।
বক্তারা আরো বলেন, কাজী আরেফ আহমেদের প্রণীত এ সকল ঐতিহাসিক মাইলফলক রণনীতি ও রণকৌশল এখনও জাতীয় রাজনীতিতে ধ্রুব তাঁরার মত পথ দেখায়।
স্মরণ সভা শুরু আগে কক্সবাজার জেলা জাসদ কার্যালয়েস্থিত হল রুমটি জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমেদ এর নামে উৎস্বর্গ করে “জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমেদ মিলনায়তন” নামকরণ করে শুভ উদ্বোধন করা হয়।

সংবাদ প্রকাশঃ  ১৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email