মুরাদনগরে প্রথমদিনে করোনার টিকা নিলেন সাংবাদিকসহ ২০জন

সিটিভি নিউজ।।    মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেয়া শুরুর প্রথমদিনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাক্তার, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ ২০জন এই টিকা গ্রহন করেছেন। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম মানিক, স্যানিটারি ইন্সপেক্টর খালেদ মাহমুদ।
প্রথমদিনে করোনার টিকা গ্রহন করেন মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম আরিফ, কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান রনি, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবীবুর রহমান, ডাঃ সিরাজুল ইসলাম মানিক, সাংবাদিক শামীম আহাম্মেদ এবং ১১জন স্বাস্থ্যকর্মী ও ৪জন সাধারন মানুষ।
টিকা গ্রহনকারী সাংবাদিক মাহবুব আলম আরিফ বলেন, আমি টিকা গ্রহন করার পর ৬ঘন্টা অতিবাহিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ন সুস্থ আছি। আপনারা নির্ভয়ে টিকা গ্রহন করতে পারেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম জানান প্রথম দিনে টিকা নেয়া সবাই সুস্থ আছেন। এছাড়াও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং যাদের বয়স ৫৫বছরের বেশি তাদেরকে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহনের জন্য বিশেষ অনুরোধ জানান।

সংবাদ প্রকাশঃ  ৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ