নারায়ণগঞ্জে প্রথম টিকা নিলেন সিভিল সার্জন ইমতিয়াজ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : সারা দেশের মত নারায়ণগঞ্জ জেলায় দুটি সরকারী হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা প্রদান শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় শহরে নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ প্রথম করোনা ভ্যাকসিন টিকা গ্রহন করে এ কার্যক্রম শুরু করেন।
এর পর থেকেই জেলার ৬টি কেন্দ্রে ২৪টি বুথে টিকাদন কার্যক্রম শুরু হয়। করোনা ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামানসহ অনান্য কর্মকর্তাসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, রবিবার জেলায় দুটি সরকারি হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০জনকে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি গ্রহন করেছেন।
এ পর্যন্ত জেলায় পনেরশ ষাট (১৫৬০) জন অনলাইনের মাধ্যমে করোনা ভ্যাকসিন গ্রহনের জনয় নিবন্ধন করেছেন।
অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে নিবন্ধনের সংখ্যা তুলনামূলক কম। তিনি সবাইকে নিবন্ধন করার আহবান জানিয়ে নির্ভয়ে করোনা টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

সংবাদ প্রকাশঃ  ৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email