‘কালের কন্ঠ শুভ সংঘ’র পক্ষ থেকে মুরাদনগর থানার ওসিকে শুভেচ্ছা

সিটিভি নিউজ।।   ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর প্রতিনিধি===
প্রবাদে আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। লোকমুখে প্রচলন ছিল ঘটনা ঘটার পর পুলিশ আসে। এসব কথা গুলোর ব্যাতিক্রম ঘটনা ঘটিয়েছেন কুমিল্লার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান। ডাকাতির প্রস্তুতি কালে আন্ত: জেলার চারজন ডাকাতকে আটক করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি। অপর দিকে ডাকাতি করার আগে ডাকাত ধরার মতো প্রশংসনীয় কাজ করায় গতকাল বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠ শুভসংঘ মুরাদনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।
ওসি সাদেকুর রহমান বলেন, কালের কণ্ঠের শুভসংঘের আকস্মিক এমন ব্যতিক্রম উদ্যোগে আমি আপ্লুত। তিনি আরো বলেন, দুই মাস তের দিন হলো আমি মুরাদনগর থানায় যেগদান করেছি। আমার কাজ হচ্ছে উপজেলা বাসিকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করা। তবে শুভসংঘের এই মহতি উদ্যোগ আমার কর্মে স্পিহা আরো বাড়িয়ে দিলো।
এ সময় উপস্থিত ছিলেন, প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান, শামিম আহম্মেদ, জাকির হোসেন, এমকেআই জাবেদ, শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার নেয়ামতকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্ত: জেলা চারজন ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃত ডাকাতরা হলো, উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডা: নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্লাহ ওরফে মনির, উপজেলার লাজৈর গ্রামের আব্দুল্লাহর ছেলে ফরহাদ হোসেন, জেলার কোতোয়ালি থানার নোয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে জীবন মিয়া ও ফেনী সদরের বিরিঞ্চি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জাহিদ হাসান।

সংবাদ প্রকাশঃ  ৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ